ডায়মন্ড হারবার সরিষায় রোড শো অভিষেক বন্দোপাধ্যায়

বাইজিদ মণ্ডল ডায়মন্ড হারবার : হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন তার পর সপ্তম দফা অর্থাৎ ১জুন শেষ দফা নির্বাচন,তারই আগে আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অভিষেক বন্দোপাধ্যায় আজ ডায়মন্ড হারবার ২নম্বর ব্লকে রোড শো করলেন। আজ মঙ্গলবার বিকালে ডায়মন্ড হারবার বিধানসভার পর্যবেক্ষক সামীম আহমেদ এর ব্যবস্থাপনায় এই রোড শো শুরু হয় ডায়মন্ড হারবার ২ নম্বর ব্লকে কামার পোল পালের মোড় থেকে সরিষা ২৪৬ মোড় পর্যন্ত এই বিশাল রোড শো শেষ হয়। অভিষেক বন্দোপাধ্যায় এরসমর্থনে এই দিন উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক পান্নালাল হালদার,ডায়মন্ড হারবার বিধানসভার পর্যবেক্ষক সামীম আহমেদ,রাজ্য প্রাথমিক শিক্ষক নেতা মইদুল ইসলাম, জেলার মহিলা সভানেত্রী মনমোহিনি নিশ্বাস,ডায়মন্ড হারবার ২নম্বর ব্লক সভাপতি অরুময় গায়েন,ব্লক ১ যুব সভাপতি গৌতম অধিকারী,ব্লক ১ পূর্ত কর্মধ্যক্ষ সন্দীপ সরকার,২ নম্বর ব্লক যুব সভাপতি মাহবুবার রহমান গায়েন, ব্লক ২ পূর্ত কর্মধ্যক্ষ অভিষেক ব্যানার্জী,পৌরসভার চেয়ারম্যান প্রণব কুমার দাস,টাউন যুব সভাপতি সৌমেন তরফদার সহ অন্যান্যরা। এদিন অভিষেক বন্দোপাধ্যায় কে দেখার জন্য সাধারণ মানুষের উপচে পড়া ভিড় ছিল চোখে পড়ার মতো। অভিষেক বন্দোপাধ্যায় বলেন কোভিডের সময় স্থানীয় দলীয় নেতৃত্ব রা গিয়ে ডায়মন্ড হারবার লোকসভা এলাকায় সাধারণ মানুষকে রান্না করে খাবার দিয়ে আসত,তখন কোনো বিজেপি সহ অন্যান্য বিরোধী দলের নেতা দের দেখা পাওয়া যায় নি। ভোট আসলেই ভোট টা শুধু নেওয়ার জন্য মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে চলে যায়, মানুষ বিপদে পড়লে তাদের আর পরে খোজ পাওয়া যায় না,তাদের আবার বরো বরো কথা। আমরা ক্ষমতায় আসার পর কলেজ, বিশ্ববিদ্যালয়, বিদ্যালয়,ইলেকট্রিক, পাকা, ও কংক্রিটের রাস্তা অনেক হয়েছে,জা ৩৪ বছর রাজ্যে বাম ক্ষমতায় থাকতে জা না করতে পেরেছে,tmc সরকার আসার পর বহুগুণ বেশি কাজ ও উন্নয়ন হয়েছে। কয়েকটা চোর জুয়াচোর মিলে দেশ চালাচ্ছে। আমরা যেটা বলি সেটা গ্যারান্টি, আর মোদীর গ্যারান্টি মানে মিথ্যা প্রতিশ্রুতি।দয়াকরে ভোটের লিস্টে নাম রাখুন ভোটটা দিন, নাহলে বিজেপি আসলে সকল কে ভাতে মারবে। বাংলায় বিজেপি হচ্ছে চাকরি খেকো বাঘ! চোরেরা বিজেপিতে গেলে সবাই ঠিক, ওয়াশিং মেসিনে ঢুকলেই ক্লিয়ার। গ্রামীণ রাস্তার কাজে দেশের মধ্যে বাংলা প্রথম হয়েছে। কিন্তু আমাদের বাংলাকে ভাতে মারতে চায়,ঠিক মত ন্যায্য টাকা দেয় না। আপনারা সবাই তৃণমূল কে ভোটটা দিন, সরিষা থেকে ডায়মন্ড হারবার মানুষকে আবেদন অভিষেক বন্দোপাধ্যায়। আমরা চাই বাবা সাহেব আম্বেদকরের সংবিধান বেঁচে থাক, মোদি নিপাত যাক।এইবার দিল্লিতে মোদিকে হাঁটিয়ে আমরা সরকার গড়বো। এবার খেলা হবে, আপনারা এবার আমাকে জিতিয়ে রেকর্ড করুন, আমি একজন তোমাদের পরিবারের সদস্য হিসেবে ডায়মন্ড হারবার মানুষকে আবেদন অভিষেক বন্দোপাধ্যায় এর।