ডায়মন্ডহারবার পৌরসভা সহ অন্যান্য বিশিষ্ঠ প্রকল্পের শুভ উদ্বোধন হলো

 

    বাইজিদ মন্ডল,নতুুুন গতি, ডায়মন্ড হারবার:-আজ ডায়মন্ডহারবার পৌরসভা সহ আরো অন্যান্য বিশিষ্ঠ প্রকল্পের শুভ উদ্বোধন হল। ডায়মন্ডহারবার পৌরসভা এলাকায় জনসাধারণের ব্যাবহার্য শৌচাগার, সেগুলি হল প্রশাসন ভবনের সম্মুখে ওয়ার্ড নম্বর ১০,মহকুমা প্রশাসক বাংলোর সম্মুখে ওয়ার্ড নম্বর ১০,কলিবাজরের পিছনে ওয়ার্ড নম্বর ১০, বিধানঘাট পার্শ্বস্থ ওয়ার্ড নম্বর ০৮,Iও মিশন নির্মল বাংলা প্রকল্পের অধীনে পাঁচটি জঞ্জাল পরিবহন এর নতুন গাড়ি এবং একটি আপৎকালীন রোগী পরিবহনের গাড়ি। আর এদিনের এই প্রকল্প গুলির শুভ উদ্বোধন করেন ডায়মন্ডহারবার পৌর প্রশাসক তথা মহকুমা শাসক সুকান্ত সাহা মহাশয়, এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডায়মন্ড হারবার ১ নম্বর ব্লকের পূর্ত কর্মাধ্যক্ষ গৌতম অধিকারী,সদস্য ডায়মন্ডহারবার পৌর প্রশাসক মন্ডলী সৌমেন তরফদার ও রাজশ্রী দাস, কর্মাধক্ষ দ: ২৪ প:জেলা পরিষদ উমাপদ পুরকাইত, ডায়মন্ডহারবার পৌর প্রশাসক পীযূষ কান্তি বারিক,ডায়মন্ডহারবার পৌরসভার কার্যনির্বাহী আধিকারিক রবীন্দ্রনাথ দাস,দ: ২৪ প: TMC ছাত্র ইউনিয়নের সভাপতি অমিত সাহা ও বিভিন্ন ওয়ার্ডের এক্স কাউন্সিলররা। ১৯৮২ সালে ডায়মন্ডহারবার পৌরসভা স্থাপন হয় তারপর থেকেই একটু একটু করে হয়েছে একাধিক প্রকল্পের কাজ, আর দিন আরো প্রায় চারটি নতুন শৌচাগার উদ্বোধন হলো ডায়মন্ডহারবার পৌরসভায়।মূলত ডায়মন্ডহারবার পৌরসভার আবর্জনা জঞ্জাল এর সমস্যা দীর্ঘদিনের সেই কথা মাথায় রেখেই এবার চালু করা হলো পাঁচটি নতুন জঞ্জাল পরিবাহী গাড়ি যেগুলি ডায়মন্ডহারবার পৌরসভার ওয়ার্ড এ প্রতিদিন বাড়ির সামনে থেকে জল সংগ্রহ করবে পাশাপাশি প্রত্যেকটি বাড়িতে দেয়া হবে দুটি করে ড্রাম একটি ড্রামে থাকবে পচনশীল আবর্জনা অন্যটিতে অপচনশীল আবর্জনা আর জে আবর্জনা গুলি অন্য কোথাও আপনাকে ফেলতে যেতে হবে না বাড়ির সামনে জঞ্জালের গাড়িতে ফেলতে হবে। পাশাপাশি করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে মানুষের স্বাস্থ্যপরিসেবা প্রদানের উদ্দেশ্যে ডায়মন্ডহারবার পৌরসভায় আপনার স্বাস্থ্য পরিষেবা দেওয়ার জন্য উদ্বোধন হলো আরো একটি আপৎকালীন রোগী পরিবহনের গাড়ি।পাশাপাশি এস.সি./এস.টি ব্যক্তিগণকে শংসাপত্র প্রদান, সাস্থসাথী কার্ড গ্রাহককে কার্ড প্রদান, আর যাতে অনেকটাই সুবিধা হবে ডায়মন্ডহারবার পৌরসভা বাসীর। এবং এইভাবে আগামী দিনেও পৌরসভার নাগরিকদের কথা চিন্তা করে সাজিয়ে তোলা হবে ডায়মন্ডহারবার পৌরসভাকে I