|
---|
মহ আজহারউদ্দিন : ২২শে জুলাই পশ্চিমবঙ্গের প্রখ্যাত ওলী হযরত সৈয়দ শাহ মেহের আলী আল-কাদেরী আল-জিলানী যিনি আলা হুজুরের নামে বিখ্যাত তাঁর ১৬১ তম বার্ষিক উরস তাঁর বনশধর মেদিনীপুর খানকাহ শরীফে কাদেরীয়া ও চিশতিয়া এবং কলকাতা দায়রা শরীফের সাজ্জাদানশীন পীরে তরিকত হজরত ডঃ সৈয়দ একবাল শাহ আল-কাদেরী (প্রধান ফার্সি বিভাগ, মৌলানা আজাদ কলেজ) এর তত্ত্বাবধানে অত্যন্ত জাঁকজমকের সঙ্গে অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে বহু মুরিদ ও ভক্তগণ অংশ নেন। বিশেষ অতিথির মধ্যে উপস্থিতি ছিলেন পশ্চিমবঙ্গ সংখ্যালঘু কমিশনের চেয়ারম্যান আহমদ হাসান ইমরান, বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চের রাজ্য সভাপতি ওয়ায়েজুল হক, আইনজীবী জিসান আলি, সমাজসেবক এহতেশামুল হক,প্রাক্তন কাউন্সিলর ওয়ার্ড ৬৫ সুশীল কুমার শর্মা, ওয়ার্ড ৬৫ এডমিনিস্ট্রেটর নেবেদিতা শর্মা , ডঃ আখতার আলি প্রমুখ। প্রসঙ্গত, আলা হুজুর পাকের পূর্বপুরুষ আওলিয়াদের সম্রাট হুজুর গওস পাক (রঃ) এর বংশধর ছিলেন। তাঁরা গওস পাকের আধ্যাত্মিক নির্দেশে ১১৮০ হিজরীতে বাংলায় আসেন। বাংলায় ইসলাম ধর্মের প্রচার ও প্রসারে বিশেষ করে কাদেরীয়া তরীকার প্রচারে তাঁদের অমূল্য অবদান রয়েছে।
পীরসাহেব প্রথমে কুরআন শরীফ তিলায়াত এর মাধ্যমে অনুষ্ঠান আরম্ভ করেন। তারপর মিলাদ শরীফ পাঠ করা হয় এবং উলেমাগন তাঁদের বক্তব্য রাখেন। পীরসাহেব প্রফেসর সৈয়দ একবাল শাহ্ আল-কাদেরী নিজের মূল্যবান বক্তব্যের মধ্যে করআন শরীফ ও হাদিস এর আলোকে হজরত ইমাম হুসাইন (রা.) এর মর্যাদা বয়ান করেন। দেশের শান্তি ও সৌভ্রাতৃত্বের জন্য পীরসাহেবের বিশেষ দোওয়ার দ্বারা হয় অনুষ্ঠানের সমাপ্তি। জনাব আহমদ হাসান ইমরান বলেন, পীর সাহেব হজরত সৈয়দ মানাল শাহ আল কাদরী শুধু কাদেরিয়া শিলশিলার একজন সুফী সাধক ছিলেন না, তিনি দিন ও দুনিয়ার ক্ষেত্রেও বিষদ জ্ঞানের অধিকারি ছিলেন। তিনি ছিলেন উজবেকিস্তানের রাষ্ট্রদূত। ইসলামের উপর বেশ কয়েকটি গ্রন্থের প্রনেতা। তাঁর ‘ইসলামিক টেরোরিজম’ পুস্তকটি প্রকাশ করে ছিলেন ভারতের প্রয়াত রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। পীর সৈয়দ মানাল শাহ আল কাদেরী বহু মানুষকে সঠিক পথের অনুপ্রেরণা দিয়েছেন। বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চের রাজ্য সভাপতি প্রফেসর ওয়ায়েজুল হক পীর সৈয়দ মানাল শাহ আল কাদেরী পিতা হজরত সৈয়দ গোলাম মোস্তফা আল কাদেরীর অলৌকিক ঘটনার বর্ণনা করেন। তিনি পীর সাহেব হজরত সৈয়দ মানাল শাহ্ আলকাদেরীর প্রতি শ্রদ্ধাঞ্জলি জানান।