|
---|
সংবাদদাতা : দক্ষিণ দামোদরের রায়নগর জনকল্যাণ সংঘের উদ্যোগে ও বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগিতায় বিনামূল্যে রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। রক্তদান শিবিরের উদ্বোধন করেন বর্ধমান ও জলপাইগুড়ি জেলা ক্রেতা সুরক্ষা আদালতের প্রাক্তন বিচারক, মানবাধিকার কর্মী কাজী মোহাম্মদ রফিক। অনুষ্ঠানে পৌরহিত্য করেন স্বামী পূর্ণানন্দ মহারাজ। কাজী মোহাম্মদ রফিক জানান, রক্তের সংকট মেটাতে আর ও বেশি করে ব্লাড ডোনেশন ক্যাম্প করা প্রয়োজন। এ ব্যাপারে রায়নগর জনকল্যাণ সংঘের প্রয়াসের প্রতি তিনি সাধুবাদ জানান। শিবিরে রক্তদাতারা স্বতঃস্ফূর্তভাবে এসে রক্তদান করেন। এই শিবিরের উপস্থিত ছিলেন ডা: দিব্যশংকর ব্যানার্জি সহ বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে এর অন্যান্য ডাক্তার বাবুরা এবং ব্লাড ব্যাংকের কর্মীরা। এছাড়াও রায়নগর জনকল্যাণ সংঘের সম্পাদক বিশ্বজিৎ মন্ডল সভাপতি গোপাল মন্ডল প্ররমুখ।