দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রে কংগ্রেস মনোনীত প্রার্থী ঈসা খাঁন চৌধুরীর সমর্থনে সভা করলো সিপিআইএম।

নিজস্ব প্রতিনিধি, অরঙ্গাবাদ : দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রে কংগ্রেস মনোনীত প্রার্থী ঈসা খাঁন চৌধুরীর সমর্থনে মুর্শিদাবাদের সামসেরগঞ্জের কাকুড়িয়ায় মিছিল ও সভা করলো সিপিআইএম। রবিবার কাকুড়িয়া মোড় সংলগ্ন এলাকায় সভা করার পাশাপাশি হাত চিহ্নে ভোট দেওয়ার আহবান জানিয়ে একটি মিছিল করে সিপিআইএম নেতৃত্ব। মিছিলটি কাকুরিয়া সংলগ্ন এলাকা পরিক্রমা করে। মিছিলে পা মেলান সিপিআইএমের মুর্শিদাবাদ জেলা কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য সোমনাথ সিংহ রায়, প্রাক্তন বিধায়ক তোয়াব আলী, সিপিআইএমের ধুলিয়ান এরিয়া কমিটির সম্পাদক মোদাসসার হোসেন, রোবজুল ইসলাম, আজাদ আলী সহ অন্যান্য নেতৃবৃন্দ। বিজেপি ও তৃণমূলকে পরাস্ত করতে দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রে বাম এবং কংগ্রেস মনোনীত জোটপ্রার্থী ঈসা খান চৌধুরীকে বিপুল ভোটে জয়যুক্ত করার আহ্বান জানান সিপিআইএমের নেতারা। মিছিল ও সভায় কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।