|
---|
*দক্ষিণ ২৪ পরগনা জেলা জমিয়তের উদ্যোগে ওয়াকফ সংশোধনী বিলের বিরুদ্ধে এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়
*বাইজিদ মণ্ডল মগরাহাট:•* দক্ষিণ ২৪ পরগনা জেলা জমিয়তের নির্দেশে এবং মগরাহাট পশ্চিম ১ নম্বর ব্লক জমিয়াতের তত্ত্বাবধানে ঘোলার মোড় এলাকায় বিবেকানন্দ কেজি স্কুলের সন্নিকটে ওয়াকফ সংশোধনী বিলের বিরুদ্ধে এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়।ওয়াকফ সংশোধনী বিল কি ও এর করণীয় কি?,নেশামুক্ত সমাজ ও সমাজ সংস্কারের পর্যালোচনা,ওবিসি সংক্রান্ত সহ আরো অন্যান্য কেন্দ্রীয় সরকারের কালা কানুন বিলের বিরুদ্ধে এখানে আলোচনা সভা হয়।উক্ত সভায় সভাপতিত্ব করেন মগরাহাট ব্লক জমিয়তের সেক্রেটারী জাহাঙ্গীর,ও সঞ্চালন করেন মগরাহাট ব্লকের সেক্রেটারি মনিরুল ইসলাম, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুফতি আমিনুদ্দিন সাহেব দক্ষিণ ২৪ পরগনা জেলা জমিয়াতে উলামায়ে হিন্দের সম্পাদক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুফতি একরামূল (সাইখুল হাদিস মুরাদাবাদ মাদ্রাসা ইউপি), শাজাহান (মুরাদাবাদ ইউপি) ও মাওঃ নাঈম খান মেদীনিপুর, সম্মানীয় ও বিশিষ্ট ওলামায়ে কেরামগণের মধ্যে উপস্থিত ছিলেন মাঃ তৌহিদ আহমদ খান, মাওঃ ইব্রাহিম, মাওঃ আবুল খায়ের, মাওঃ আমিনুল, উকিল আঃ মোমেন, মাওঃ ওলিউল্লাহ, ফরিদ উদ্দিন সর্দার, মাওঃ খালিদ হালদার, মাওঃ হাফিজুল, মুফতি সাবির, মাওঃ আব্দুল্লাহ, হাজী শাজাহান সাহেব, হাফেজ মোশাররফ হোসেন, মাওঃ জিয়াউল হক কাসেমী ফলতা ব্লক, কাজী এনামুল হক, মাঃ আবুল হাসেম লস্কর,জাহাঙ্গীর দেওয়ান আজাদ বার্তার সম্পাদক সহ আরো বিশিষ্ট ব্যক্তিবর্গ। মগরাহাট-১ নম্বর ব্লক জমিয়তে উলামায়ে হিন্দের পক্ষ থেকে চা নাস্তার ব্যবস্থা সহ দুপুরে আহারাদির ব্যবস্থা ছিল নজর কাড়ার মত। বহু মানুষের সমাগমে জোহরের নামাজ ও মাওলানা নিয়ামত উল্লাহ সাহেবের আখেরি মোনাজাতের মাধ্যমে এই সচেতনতা শিবির শেষ হয়।মুফতি আমিনুদ্দিন তিনি বলেন কেন্দ্রীয় সরকার মুসলমানদের উপেক্ষা করে ধর্মীয় বিদ্বেষপূর্ণ উদ্দেশ্য নিয়ে একটি অসাংবিধানিক বিল আনছে,এটা আমাদের বিশ্বাস ও গণতন্ত্রের পরিপন্থী। এখন আমাদের মসজিদে,মাদ্রাসা ও কবরস্থান সহ ইসলামিক প্রতিষ্ঠান গুলোর উপর বুলডোজার চালানো হবে,নিশ্চই তা আমরা সহ্য করতে পারবোনা। তারই আগে সকল মাজহাব, মাসলাম ভুলে ঐক্যদ্ধ গড়ে তুলে, আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে গণতান্ত্রিক পন্থা অবলম্বন করে এই জাতি উঠে দাঁড়াবে, আমরা এগিয়ে এবং রাজপথে নামব,এই স্বৈরাচারী সরকার সিদ্ধান্ত প্রত্যাহার করতে বাধ্য হবে। ব্লক সেক্রেটারি মনিরুল ইসলাম তিনি বলেন ওয়াকফ সম্পত্তি আমদের পূর্বপুরুষদের দেওয়া একটা আমানত স্বরূপ,কেউ আমাদের কাছে থেকে কেড়ে ও ছিনিয়ে নিতে পারবে না। ওয়াকফ সংশোধনী বিল গণত্রন্ত ও মানবাধিকার ও সংবিধান পরিপন্থী। কেন্দ্রীয় সরকার কে এই বিল প্রত্যাহার করতে বাধ্য করতে হবে। অন্যথায় আমরা প্রতিটি গণতান্ত্রিক পন্থা অবলম্বন করবো। প্রয়োজনে দেশের উচ্চ আইনিয়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে রাজপথে নামার আহ্বান জানান তিনি।