দক্ষিণ দামোদরের বাঁকুড়া মোড়ে বার্ষিক সাহিত্য সভা

সুর ইসলাম,মেমারি : ১২ জুন, দক্ষিণ দামোদর সাহিত্য ও সংস্কৃতি পরিষদ গঠিত হয় ২০২১ সালে। বাঁকুড়া মোড়ের রেডক্রস ভবনের সেমিনার হলে ১২ জুন রবিবার সারাদিন ব্যাপী অনুষ্ঠিত হল এই পরিষদের এক মহতী সাহিত্য সভা। এই সাহিত্য সভায় যথাযথ মর্যাদায় আলোচনা, কবিতা পাঠ, সঙ্গীত, শ্রুতি নাটক প্রভৃতি পরিবেশিত হয়। দক্ষিণ দামোদরের বরেণ্য সন্তানগণ উজ্জ্বল জ্যোতিষ্ক কবিকঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী,ঘনরাম চক্রবর্তী,রূপরাম চক্রবর্তী,ভাষাচার্য সুকুমার সেন, বিপ্লবী রাসবিহারী বসু, রাসবিহারী ঘোষ,বটুকেশ্বর দত্ত,বলাই চাঁদ দত্ত, উমেশ চন্দ্র দত্ত,প্রেমচন্দ্র তর্কবাগীশ, হরেকৃষ্ণ কোঙার,দাশরথী তা, বিশালাক্ষ বসু,বিজয় কৃষ্ণ ভট্টাচার্য্য,বিনয় কোঙার,শক্তি সামন্ত প্রমুখ বরেণ্য ব্যক্তিগণের নাম বিভিন্ন বক্তার বক্তব্যে বারংবার উচ্চারিত হয়ে স্মরণীয় হয়ে ওঠেন। বিভিন্ন বক্তা আবেগপ্রবণ কন্ঠে আশারাখেন এই সাহিত্য ও সংস্কৃতি পরিষদ আজকের শিশু অবস্থা থেকে একদিন মহীরুহে পরিণত হবে। দক্ষিণ দামোদর সাহিত্য ও সংস্কৃতি পরিষদের সভাপতি আকবর আলি,যুগ্ম সম্পাদক ‌ সেখ ফজলুল হক ও সেখ হাসানুজ্জামান এবং কমিটির সদস্যগণ ডা: সদরুল আলম,উত্তম কর্মকার,নাজমল হক মল্লিক,মাধব চন্দ্র দত্ত, শম্ভুনাথ ভট্টাচার্য্য, মাসুদ করিম, তরুণ কান্তি ঘোষ প্রমুখ ব্যাক্তিগণের উপস্থিতিতে আবু মনিরুদ্দিন চৌধুরী,কুশল দে,হাজ্বী কুতুব উদ্দিন (গোলাম আসপিয়া),আদিত্য প্রসাদ মজুমদার, কাজী মহম্মদ রফিক, বিশ্বনাথ রায়,শ্যামাপ্রসাদ চৌধুরী,অনুভব আহমেদ, ড: রমজান আলি,ড: জাহির আব্বাস, সফিকুল ইসলাম (দুলাল),লুতুব আলি, রবীন্দ্রনাথ নন্দী,গোপা সরকার প্রমুখ ব্যাক্তিগণ অতিথির আসন অলংকৃত করেন। এই মহতী সাহিত্য সভায় অংশগ্রহণকারী হিসাবে উপস্থিত ছিলেন সৈয়দ আতাউর রহমান,মহম্মদুল হক, কাজী জুলফিক্কার আলি,ড: সাবের আলি,নাসিবুল আলি, সেখ জাহাঙ্গীর, সুফি রফিক উল ইসলাম, জাহেদুল ইসলাম,সেখ রফিকুল ইসলাম, সেখ হাফিজুল ইসলাম, মমিনুল ইসলাম, বজলুর রহমান মন্ডল, ইয়াসিন আলি, হারুন অল রশিদ, মিনতি গোস্বামী,সায়ন্তি হাজরা,সায়ন্তিকা ঘোষ,তাপস ভূষণ সেনগুপ্ত,কমলেন্দু পাল, সৌম্য পাল,বিকাশ যশ, এহসান সনম,আবু সামাদ,সেখ আজিমুল হক,সেখ মালেক জান, মুক্তা রায়, মন্দিরা চ্যাট্টার্জী,গুরুপদ সাঁতরা,দুর্গাপদ রায়, শিবরাম মজুমদার, হাফিজুর রহমান,স্বপন কুমার মন্ডল,গুরুপদ যশ প্রমুখ প্রায় শতাধিক ব্যাক্তিত্ব।