|
---|
লু তুব আলি : দক্ষিণ দামোদর সাহিত্য ও সংস্কৃতি পরিষদ স্বাধীনতা আন্দোলনের বিপ্লবীদের স্মরণ করল। দেশের স্বাধীনতা আন্দোলনে পূর্ব বর্ধমানের দক্ষিণ দামোদরের বিপ্লবীদের অগ্রণী ভূমিকা স্বাধীনতা আন্দোলনকে ত্বরান্বিত করেছিল। অন্যদিকে কবিকঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী, রূপরাম চক্রবর্তী, ঘনরাম চক্রবর্তী ভাষাচার্য সুকুমার সেন প্রমুখরা সাহিত্য জগতে নক্ষত্রের মতো আজও তাঁরা জ্বলজ্বল করছেন বলে অনেকে মন্তব্য করেন। ১২ জুন পূর্ব বর্ধমানের রায়না ১নং ব্লকের বাঁকুড়া মোড় রেডক্রসে দক্ষিণ দামোদর সাহিত্য-সংস্কৃতি পরিষদের উদ্যোগে একটি বিশেষ সেমিনার ও কবি সভা অনুষ্ঠিত হয়। এই সভায় দক্ষিণ দামোদর এর মনীষী ও বিপ্লবীদের জীবন ও দর্শন নিয়ে আলোচনা হয়। এদিন রাজিয়া সুলতানা সাবলীল স্বভাবসিদ্ধ কন্ঠে রবীন্দ্রনাথের আগুনের পরশমণি গানটির মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। স্বাগত ভাষণ দেন পরিষদের সভাপতি মোহাম্মদ আকবর আলী। দক্ষিণ দামোদর এর বিশিষ্ট সমাজসেবক ও বাগ্মী হাজী কুতুব উদ্দিন সমাজ সেবামূলক কর্মকান্ডের বিভিন্ন দিকগুলি নিয়ে উত্থাপিত করেন। বিশিষ্ট সাংবাদিক ও লেখক শফিকুল ইসলাম দুলাল দক্ষিণ দামোদর এর মনীষীদের গঠনমূলক দিকগুলি নিয়ে ব্যাখ্যা করেন। উল্লেখ্য বিপ্লবী রাসবিহারী বসু, বটুকেশ্বর দত্ত, নৌ বিদ্রোহের নায়ক বলাই দত্ত, রাসবিহারী ঘোষ দক্ষিণ দামোদর এর বিভিন্ন গ্রামে জন্মগ্রহণ করে পরবর্তীকালে দেশের স্বাধীনতা আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিলেন। বিপ্লবীদের স্মৃতিবিজড়িত দক্ষিণ দামোদর কে আরও বেশি করে উন্নয়ন ঘটিয়ে বর্তমান প্রজন্মের কাছে তাঁদের আদর্শকে তুলে ধরতে হবে বলে অনেকে মতামত দেন। সংগঠনের পক্ষ থেকে অভিবাদন জানান উত্তম কর্মকার, নাজমুল হক মল্লিক, শেখ ফজলুল হক, হাসানুজ্জামান, ডা. সদরুল আলম, মাধব চন্দ্র দত্ত, শম্ভুনাথ ভট্টাচার্য্য। অনুষ্ঠানে স্বরচিত কবিতা পাঠ করেন মুক্তা রায়, মানসী মিত্র, শ্যামা প্রসাদ চৌধুরী শেখ জাহাঙ্গীর, সুফি রফি উল ইসলাম, কমলেন্দু পাল, আজিমুল হক, গুরুপদোর সাঁতরা, ডা. সাবের আলী, আব্দুল খালেক প্রমুখ। এই কবি সভায় শতাধিক কবি স্বরচিত কবিতা পাঠ করেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বর্ধমান ও জলপাইগুড়ি জেলা ক্রেতা আদালতের প্রাক্তন বিচারক এবং মানবাধিকার কর্মী কাজী মোহাম্মদ রফিক, অধ্যাপক আদিত্য নারায়ণ চৌধুরী, বিশিষ্ট কবি ও প্রাবন্ধিক আব্বু মনির উদ্দিন চৌধুরী, গোপাল সরকার কবি কুশল বণিক প্রমুখ। অনুষ্ঠানে অতিথিদের আপ্যায়ন করেন সায়ন্তিকা ঘোষ, রাজিয়া সুলতানা, মুক্তা রায়, মানসী মিত্র।