|
---|
নিজস্ব সংবাদদাতা : আজ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বন্যা কবলিত এলাকা পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আকাশপথে প্লাবিত এলাকার পরিস্থিতি খতিয়ে দেখলেন মুখ্যমন্ত্রী। এরপর আরামবাগে পৌঁছে বন্যা কবলিত এলাকা পরিদর্শন করলেন তিনি কালীপুরের একটি ত্রাণ শিবিরও পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী।
বন্যায় ক্ষতি হয়ে পড়েছে বর্ধমানের দুই জেলা, বীরভূম ও হুগলি জেলার খানাকুল থানা ও দুই নম্বর ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকায় গত কয়েক দিনের বর্ষণে ও ডিভিডির ছাড়া জলে বন্যাকবলিত কয়েক মাসের মধ্যে পর পর তিন বার বন্যা কবলিত হয়েছে। লক্ষ লক্ষ মানুষ বন্যা দূর্গত হয়েছে,, উদ্ধার করে ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছে। যাদের উঁচু তে বাড়ি তাঁরা তাঁদের বাড়িতে আছেন।পানিয় জলের সমস্যা দেখা দিয়েছে অধিকাংশ জলের কল বন্যার জলের তলায়।
হাওড়া জেলার উদয়ণারায়নপুর ও আমতা দুই নম্বর ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকা কয়েক মাসের মধ্যে দুই বার বন্যা কবলিত হয়েছে। গত কয়েক দিন ধরে বর্ষণে ও ডিভিডির ছাড়া জলে বন্যাকবলিত হয়ে পড়েছে একটার পর একটা এলাকা বন্যা কবলিত হয়ে চলেছে। পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে দফায় দফায় বৈঠক হয়েছে উদ্ধার করে ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছে দূর্গত মানুষজন।