কলকাতাতে ক্যারাটে ন্যাশনাল টুর্নামেন্টে দক্ষিণ দিনাজপুর জেলার নাম ফের আরো একবার উজ্জ্বল হল 

জয়দীপ মৈত্র, দক্ষিণ দিনাজপুর : চলতি বছরের গত ৩০ শে এপ্রিল কলকাতার দমদম ক্যান্টনমেন্টে এআইএসএসকে কারাটের ন্যাশনাল টুর্ণামেন্টে গঙ্গারামপুরের স্বর্ণ মুকুটে এক নতুন পালক সংযোজন হল।

    কলকাতার প্রাইভেট রোডে এই ন্যাশনাল টুর্নামেন্ট হয়, যেখানে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থেকে ১২ জন কারাটের ছাত্র ছাত্রীরা অংশগ্রহণ করে। সেখানে তারা টুর্নামেন্টের পর পুরস্কৃত হয়ে জেলা সহ গঙ্গারামপুরের নাম উজ্জ্বল করেছে। জানা গেছে, গঙ্গারামপুর শহরের পরিচিত প্রশিক্ষক সমীর দত্তের ছাত্র ছাত্রী তারা।

    দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরে ক্যারেটের প্রশিক্ষক ও এআইএসএসকে দক্ষিণ দিনাজপুর জেলা কমিটির প্রধান কর্ণধার প্রশিক্ষক ১৭০ জন ছাত্র-ছাত্রীদের দীর্ঘদিন ধরে ক্যারাটে প্রশিক্ষণ দিয়ে জেলা শহর রাজ্যে নাম ও সফলতা কুড়িয়েছেন। এবং দক্ষিণ দিনাজপুর জেলা থেকে কলকাতায় গিয়ে ন্যাশনাল টুর্নামেন্টে সমীর দত্তের ১১ জন ছাত্র-ছাত্রীরা টুর্নামেন্টে জিতে পুরস্কার ছিনিয়ে নিয়ে এসেছে। যা জেলা দক্ষিণ দিনাজপুর সহ গঙ্গারামপুরের স্বর্ণ মুকুট ফের আরও এক নতুন পালক সংযোজন হলো তা বলাই বাহুল্য। ক্যারাটে বিজয়ী পুরস্কার প্রাপ্ত হলেন যথাক্রমে এই ১১ জন ছাত্র ছাত্রীরা হল-দেবাংশী দাস কাতা সোনার লড়াই ১ম আনুশকা বসাক কাতা ২য় লড়াই ১ম শ্রেয়শী সাহা লড়ছে ১ম কাতা ২য় শ্রেয়া বসাক কাতা ৩য় লড়াই ১ম রূপাঞ্জনা বসাক কাতা ২য় লড়াই ২য় বিদীপ্তা দাস কাতা ৩য় লড়াই ৩য় শ্রেয়শী সাহা লড়াই ৩য় ফাইটিং ১ম ফাইটিং ৩য় রাজদেব দাস কাতা ২য় লড়াই ৩য় অন্বেষা দাস কাতা ২য় লড়াই ৩য় আশিস দাস কাতা ৩য় লড়াই সম্পূর্ণ এই ক্যারাটে টুর্নামেন্টে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থেকে চারজন প্রথম হয়েছে একজন দ্বিতীয় ও ছয় জন তৃতীয় হয়েছে, এবং সর্বমোট তাদের ঝুলিতে চারটি সোনা দুটি সিলভার ও পাঁচটি ব্রোঞ্জের পুরস্কার এসেছে। এই ছাত্রছাত্রীদের সফলতায় যথেচ্ছ ভাবে গর্বিত ও খুশি প্রশিক্ষক সমীর দত্ত সহ জেলাবাসী ও অভিভাবকরা। প্রসঙ্গত, গঙ্গারামপুরের প্রশিক্ষক সুপরিচিত সমীর দত্তের নাম রয়েছে জেলা জুড়ে। বরাবরের মতো এবারও জেলা দক্ষিণ দিনাজপুর গঙ্গারামপুর থেকে ক্যারাটে টুর্ণামেন্টে খেলতে গিয়ে পুরস্কার পেয়ে গঙ্গারামপুর বাসীদের মুখ উজ্জ্বল করল তা বলাই বাহুল্য।

    ভবিষ্যতে এরকম আরও টুর্ণামেন্টে অংশগ্রহণ করবে ক্যারাটের ছাত্রছাত্রীরা যা পাথেয় হয়ে থাকবে জেলার স্বর্ণ মুকুটে। ক্যারাটে জেলার স্বর্ণ মুকুটে। ক্যারাটে টুর্ণামেন্টে পুরস্কার পাওয়ার পর গঙ্গারামপুরের ছাত্ৰ-ছাত্ৰী সহ প্রশিক্ষক সমীর দত্ত এবং অভিভাবকরাও আনন্দের জোয়ারে গা ভাসিয়েছেন।