|
---|
সংবাদদাতা : গতকাল জামালপুরে জোৎচাঁদ গ্রামে দামোদর নদীতে পানসি নৌকা করে ওপারে যায় চার বন্ধু। ফিরে আসার সময় ঘটে-বিপত্তি নৌকায় জল ঢুকে নৌকা উল্টে যাওয়ায় তাদের মধ্যে দুজন সৌগত বেড়া ও সৈকত মান্না জলে পড়ে গিয়ে তলিয়ে যায়। দুজন সমরেশবাগ ও সৌরভ ধারা, তারা কোনোক্রমে পাড়ে উঠে আসতে পারে। কাল থেকেই এলাকায়ও হুলস্থুল পড়ে যায়। খবর পেয়ে ই সেখানে পৌঁছে যায় পুলিশ প্রশাসন কাল রাত থেকেই ডুবুরি নামিয়ে উদ্ধারের কাজ চলায়। আজ সেখানে যান জামালপুরের বিডিও শুভঙ্কর মজুমদার, ওসি রাকেশ সিং এবং পঞ্চায়েত সমিতির সভাপতি মেহেমুদ খান। তারা ঘটনাস্থলে গিয়ে কাজের তদারকি করেন এবং নিখোঁজ দুজনের বাড়ির লোকেদের সঙ্গে গিয়ে কথা বলে তাদের সান্তনা দেন। প্রত্যেকেই জানান জোড় কদমে উদ্ধার কাজ চলছে। চেষ্টা তারা চালিয়ে যাচ্ছেন দ্রুত তাদের উদ্ধার করা যাবে এই আশা তাঁরা রাখছেন।