|
---|
আজিজুর রহমান, গলসি : বেআইনি বালি খননকারী ১২ জনের একটি দলকে হাতেনাতে গ্রেফতার করলো গলসি থানার পুলিশ। ঘটনাস্থল থেকে ৬ টি ট্রাক্টরসহ ৩টি ট্রাক্টরের ট্রলি বাজেয়াপ্ত করা হয়।
পুলিশ জানিয়েছে, কিছুদিন ধরে জুজুটির দামোদর নদীর দামোদর জল প্রকল্পের কাছে অবৈধ্য ভাবে বালি তোলার অভিযোগ ছিল। সেইমতই ওই এলাকায় নজরদারি চালাচ্ছিল তারা। এর আগে বেশ কয়েকবার হানা দেওয়া হয়েছিল। তবে তখন নৌকা করে নদীর উপর দিয়ে পালাতে সক্ষম হলেও এবারে।আর শেষ রক্ষা হলো না। গতকাল ভোরে গোপন সূত্র মারফত খবর পেয়ে ফাঁদ পেতেছিল গলসি থানা। ভোরের বেলায় আচমকা যৌথ অভিযান চালায় বর্ধমান, খন্ডঘোষ ও গলসি থানার পুলিশ বাহিনী। সাথে ছিল ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তর। আচমকা ঘিরতেই পুলিশের জালে ধরা পড়ে অবৈধ ও বেআইনি বালি খননে যুক্ত ১২ জন অভিযুক্ত। বাজেয়াপ্ত হয় ৬টি ট্রাক্টর সহ তিনটি ট্রলি। ধৃতেরা হলেন বিশাল মাহাতো (২০) আনন্দ রায় (৩৩) সঞ্জীব বাগ (৩২) ছোট লাল মাহাতো (৩২) এদের বাড়ি গলসির কোনারপুর গ্রামে। রবীন মন্ডল (৫৫) উৎপল মন্ডল (৪০) গোপাল বালা (৪৮) গৌর কীর্তনীয়া (৩০) এদের বাড়ি গলসি থানার কালীমোহনপুর গ্রামে। সাহেব ঘোষ (২৬) বাড়ি জাঁহাপুর, বুদ্ধদেব প্রামাণিক (৫০) বাড়ি তাহেরপুর। সমীর রঞ্জন বিশ্বাস (৫২) বাড়ি সত্যনন্দপুর। তাছাড়া বাপন মাঝি (৩৩) তিনি বাঁকুড়া জেলার ইন্দাস থানার বিরাশিমুলের বাসিন্দা। অভিযুক্তদের বিরুদ্ধে নিদৃষ্ট ধারায় মামলা শুরু করেছে পুলিশ।