দামোদরের জলে তলিয়ে মৃত্যু হল এক বৃদ্ধের

আজিজুর রহমান, গলসি : দামোদর নদীর জলে তলিয়ে যাওয়া বৃদ্ধের মরদেহ উদ্ধার করল বিপর্যয় মোকাবিলা দপ্তর। মৃতের নাম সেখ সোমসের। বয়স আনুমানিক ৬৪ বছর। তিনি গলসি থানার শিকারপুুর এলাকার রসিকপুর গ্রামের বাসিন্দা। গতকাল অর্থাৎ বৃহস্পতিবার বিকালে গোরুর খোঁজে নদী পার হয়ে মাঝের মানা গ্রামে যাচ্ছিলেন সামসের। ওই সময় আচমকা জলের তোড়ে তলিয়ে যান তিনি। তারপর থেকেই তার আর খোঁজ পাওয়া যায়নি। খবর পেয়ে গতকালই ঘটনাস্থলে আসে গলসি থানার পুলিশ। খবর যায় বিপর্যয় মোকাবিলা দপ্তরে। বিপর্যয় মোকাবিলা দপ্তরের উদ্দ্যোগে ডুবুরি নামিয়ে শুরু হয় খোঁজ। এদিন দুপুর নাগাদ ঘটনাস্থলে একটু দুরেই জলের নিচে থেকে তার নিথর দেহ উদ্ধার করে বিপর্যয় মোকাবিলা দপ্তর। এমন ঘটনার জেরে এলাকায় নেমে আসে শোকের ছায়া। ঘটনার তদন্ত শুরু করেছে গলসি থানার পুলিশ।