ড্যান্স ড্যান্স জুনিয়র season 2 CHAMPION জয়নগরের বোমা জয়নগরের গর্ব অনীশ রায়

হাসান লস্কর বাবলু, জয়নগর : অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা ও অভিনন্দন অনিশ রায় কে । পিতা উমা প্রসাদ রায় মাতা অপর্ণা রায় তেরো বছরের অনিশ জয়নগর-মজিলপুর রায়পাড়া তিন নং ওয়ার্ডের । বাবা টোটো চালক এখন দক্ষিণ বারাসাত ধ্রুবচাঁদ হালদার কলেজের ক্যাজুয়াল স্টাফ মা গৃহবধূ ।সামান্য বাবার রোজগার তা দিয়ে চলে দরিদ্রের সংসার। উচ্চাকাঙ্ক্ষা ও মনের জোরে বিভিন্ন প্রতিকূলতার মধ্যে আজ। পরিবারের জন্য মেহনত আজ সাফল্যে মা এবং বাবার বুক ভরে গেল। এলাকার মানুষদের মধ্যে একটাই নাম । আগামী প্রজন্ম বিশেষ করে এই জয়নগরবাসী হিসাবে এখানে এমন প্রতিভাবান সন্তান সব ঘরে ঘরে হোক এটাই কাম্য আগামী প্রজন্ম অনিশের মতো হউক । আমফানে থাকার ঘর টি ভেঙে যায়, অপরের ঘরে- ভাড়া বাড়িতে দিন কাটাতে হয়। জয়নগর পৌরসভার পৌর প্রশাসক এর সহযোগিতায় আবাস যোজনার ঘর মিললেও এখনো তা পুরোপুরি বাসযোগ্য হয়নি । ছেলের পারফরম্যান্সের জন্য অপেক্ষা করতেন ছেলে ঘরে ফিরবে দীর্ঘসময় প্রত্যাশা করার পর ছেলের মাথায় মুকুট। হুগলির শ্রীরামপুর এরাবিয়ান স্যারের অনুপ্রেরণায় আজ অনিশ চ্যাম্পিয়ন। পরিবারের পক্ষ থেকে এমনই স্যারের কাছে তারা কৃতজ্ঞ। স্যার না থাকলে অনিশের পারফরম্যান্স দেখতে পেত না তার পরিবার । প্রথমে কালার্স বাংলা 2,
বিন্দাস ডান্স সিজন 2,
মুম্বাই হিন্দি চ্যানেল কালার্স ডান্স দিবানে সিজন 2 সেমি ফাইনাল পর্যন্ত পৌঁছেছিল, স্টার জলসায় প্রথম।