বীরভূমের বিশিষ্ট নৃত্য শিল্পী অমর নাথ ঘোষ কম্বোডিয়ায় কুচিপুড়ি নৃত্য পরিবেশন করে পেলেন সরকারী বিশেষ পুরস্কার ও সম্মাননা

মহঃ সফিউল আলম, নতুনগতি, বীরভূম: সম্প্রতি বিদেশে কম্বোডিয়ায় আয়োজিত হল অপ্সরা ডান্স এন্ড ইন্ডিয়ান ক্লাসিক্যাল ডান্স ফেস্টিভ্যাল৷ একাধিক দেশ থেকে প্রখ্যাত নৃত্য শিল্পীরা অংশ নেন৷ একই ভাবে বীরভূমের সিউড়ির অমর নাথ ঘোষ একমাত্র পুরুষ নৃত্য শিল্পী রুপে অংশ নেন৷ তিনি কুচিপুড়ি নৃত্য পরিবেশন করে রীতিমতো তাক লাগিয়ে দেন৷ মুগ্ধ করেন বিদেশি দর্শকদেরও৷ সেই দেশের সরকারী পুরস্কার ও বিশেষ সম্মাননা কম্বোডিয়ার নাদানা সিগামানি এওয়ার্ড লাভ করেন তিনি৷ সংবাদ সূত্রে এমনটাই জানা গিয়েছে৷

    উল্লেখ্য, বীরভূম জেলার সিউড়ি শহরের রবীন্দ্রপল্লীতে তাঁর বাড়ি৷ বর্তমানে থাকেন চেন্নাই এ৷ উক্ত বিশেষ সম্মাননা পেয়ে অমরনাথ বাবু সংবাদ মাধ্যমকে জানান, এ ক্ষেত্রে তাঁর এই রূপ সাফল্যে তাঁর মা শিখা ঘোষ, বাবা অসীম ঘোষ ও গুরুদেবদের বিশেষ অবদান রয়েছে৷ স্বভাবতই বীরভূমের এই শিল্পীর সাফল্যে আনন্দিত তাঁর বাড়ির লোকজনদের পাশাপাশি অগণিত শুভাকাঙ্খী শুভানুধ্যায়ীরা৷ কম্বোডিয়ার উক্ত ডান্স ফেস্টিভ্যালে অস্ট্রেলিয়া, চীন, সিঙ্গাপুর, মালয়েশিয়া সহ একাধিক দেশের নৃত্য শিল্পীরা অংশ নেয়৷ তিনিই একমাত্র পুরুষ নৃত্য শিল্পী৷ কম্বোডিয়ান গভর্নমেন্ট মিনিস্ট্রি অফ কালচার এন্ড ফাইন আর্টস, তামিলনাড়ু চ্যারিটেবল এবং সেনুঘনাম ট্রাভেলস এর উদ্যোগে এই ফেস্টিভ্যালের আয়োজন বলে জানা যায়৷ বিভিন্ন মহল থেকে প্রশংসিত হচ্ছেন অমর নাথ বাবু ৷