|
---|
সংবাদদাতাঃ যখন চারিদিকে নির্বিচারে গাছ কাটার উৎসব চলছে কারণে অকারণে,মানুষ যখন উদাসীন পরিবেশকে নিয়ে, যখন মাননীয়া মুখ্যমন্ত্রী গ্লোবাল ওয়ার্মিং নিয়ে উদ্বিগ্ন। ঠিক সেই রকম একটা পরিস্থিতে পানোয়া সেভ ট্রি সেভ ওয়ার্ল্ডের উদ্যোগে দুর্গা পুজোকে শুধু মাত্র আনন্দ আর হৈ হুল্লোড় করে না কাটিয়ে মানুষকে সবুজ বাঁচানোর বার্তা দিলো। চতুর্থীর দিন ডানকুনি সুভাসপল্লী এথেলেটিক ক্লাবের পুজো মণ্ডপ উদ্বোধনের দিন উপস্থিত ২০০জনের হাতে গাছের চারা তুলে দেওয়া হলো। আজ গাছ পালা তথা পরিবেশ বিপন্ন। বৃক্ষলতাকে আর ধংস হতে দেওয়া যাবে না। এই বার্তাকে সামনে রেখে গাছ বিলির প্রয়াস।