|
---|
রহমতুল্লাহ, সাগরদিঘী : লিচু বাগান থেকে দেড় বছরের শিশু কন্যার মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য সাগরদীঘিতে।ঘটনা সুত্রে জানা যায় সাগরদীঘির ফুলবাড়ী এলাকা থেকে ফুলমনি বিবির বাড়ী থেকে এক অপরিচিত ব্যক্তি তাঁর দেড় বছরের কন্যা সন্তানকে তুলে নিয়ে চলে যায়।ফুলমনির সঙ্গে ঐ অপরিচিত ব্যক্তির সঙ্গে ধস্তা ধস্তি হয়।ফুলমনি বিবিকে মেরে বাচ্চাটিকে নিয়ে জঙ্গলের দিকে চলে যায় ।স্থানীয়রা খবর পেয়ে বাড়ীর পাশে জঙ্গল থেকে উদ্ধার করে সাগরদীঘি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষনা করেন।সাগরদীঘি থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে গোটা ঘটনার তদন্ত শুরু করে দিয়েছে।খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন জঙ্গীপুরের এসডিপিও বিদ্যুৎ তরফদার।ঘটনাটি ঘটেছে সাগরদীঘির ফুলবাড়ী এলাকায় বলে জানা গিয়েছে।