ধারেকাছে নেই বিজেপি,সমবায় নির্বাচনে জয়ী তৃণমূল !

নরউদ্দিন :মথুরাপুর : সমবায় সমিতি জেতার পরে উল্লাসে ফেটে পড়েছেন তৃণমূল কংগ্রেস নেতৃত্বরা, ভরা শীতে আবির খেলছেন তারা। রায়দিঘীতে পদ্মফুল ফোটা যে ক্রমাগত কমছে সেটার উদাহরণ এই সমবয় নির্বাচনে। বুধবার দিন দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘী বিধানসভার জয়কৃষ্ণপুর সমবায় নির্বাচনে ৯টি আসনের মধ্যে ৯টি আসনে জয় লাভ করে তৃণমূল কংগ্রেস,তার ফলে জয়কৃষ্ণপুর সমবায় সমিতি দখল করে তৃণমূল। পরস্পর রায়দিঘী বিধানসভা থেকে পদ্ম ফুল উপড়ে ফেললো তৃণমূল। পদ্মফুল ফোটা যে রায়দিঘীতে কমছে সেটার উদাহরণ মিলছে এই সমবায় নির্বাচনে। এদিন রায়দিঘীর বিধায়ক অলক জলদাতা বলেন বিজেপি নানান চেষ্টা করেছিল এই সমবায় সমিতি জেতার জন্য, কিন্তু ভোটাররাই মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের গতিবিধি দেখে পদ্ম থেকে মুখ ফিরে নিয়েছেন।