| |
|---|
নিজস্ব প্রতিবেদন:- কোচবিহারে প্রচারে ঝড় তুললেন দার্জিলিং জেলা সভাপতি পাপিয়া ঘোষ।আজ কোচবিহারের প্রায় সব ওয়ার্ডে শেষ দিনের প্রচারে পাপিয়া ঘোষ জনসাধারনের কাছে মা মাটি মানুষের পক্ষে ভোট দেবার জন্য আবেদন জানান।পাপিয়া ঘোষ জানালেন মুখ্যমন্ত্রী আমাকে শিলিগুড়ির পরে কোচবিহারের দায়িত্ব দিয়েছেন,আমি এখানে সেটা পালন করে গেলাম।পাপিয়া ঘোষ জানান কোচবিহারের মানুষ মুখ্যমন্ত্রীর সঙ্গেই আছেন এবং থাকবেন,তাই এবারের পুল ভোটের ফলাফল তৃণমূল কংগ্রেসের পক্ষেই যাবে।পাপিয়া ঘোষ জানালেন কোচবিহারে তিনি তার বাবার জন্য প্রচার করে আনন্দিত,তাই ভোটের ফলাফল আমার বাবার পক্ষেই যাবে।বাংলার মানুষ মা মাটি মানুষের পক্ষেই আছেন।তাই কোচবিহারের মাটি তৃণমূল কংগ্রেসের পক্ষেই রায় দেবে।


