অবশেষে রোদের মুখ দেখল দার্জিলিং

নিজস্ব সংবাদদাতা :বেশ কিছুদিন ধরেই পাহাড়ে রোদের দেখা পাওয়া যাচ্ছিল না। সকাল থেকে দেখা যাচ্ছিল মেঘাচ্ছন্ন আকাশ। তবে আজ রোদ ঝলমলে ছিল পাহাড়, তবে উত্তরে হাওয়ার দাপট অব্যাহত। রোদ ঝলমলে আকাশে কাঞ্চনজঙ্ঘাকে দেখতে পাওয়া গিয়েছে। অনেক পর্যটক আজ দার্জিলিং ম্য৷লের ভিউ পয়েন্টে গিয়ে কাঞ্চনজঙ্ঘাকে দর্শন করতে পেরেছেন। এদিন সকালে দার্জিলিং এর তাপমাত্রা ৩ থেকে ৪ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করেছে। অপরদিকে আরেক পাহাড়ি শহর কালিম্পং এর তাপমাত্রা ৬ থেকে ৭ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করেছে। এ বছর কিন্তু অন্যরকম লাগছে পাহাড়কে, তাপমাত্রা হিমাঙ্কের নিচে নেমে গেলেও শৈল শহর দার্জিলিঙে তুষারপাতের ঘটনা ঘটেনি।

    এদিন পাহাড় রোদের মুখ দেখলেও সেরকম তেজ ছিল না রোদে। সিকিম আবহাওয়া দপ্তরের অধিকর্তা গোপীনাথ রাহা জানান উত্তরের মেঘ সরে যাওয়ার ফলে রোদ উঠেছে, তবে তাপ বিকিরণের কারণে পারদ পতন হচ্ছে। তবে রাতের দিকে পাহাড়ে কুয়াশার দাপট অব্যাহত, একদিকে ভারী কুয়াশা অপরদিকে হিমেল হাওয়া সব মিলিয়ে পাহাড় ঠান্ডায় জবুথবু।