এপার বাংলার সাথে ওপার বাংলার পর্যটকদের ও পছন্দ দার্জিলিং

নিজস্ব সংবাদদাতা :বাঙ্গালীদের কাছে বরাবরই প্রিয় ঘোরার জায়গা পাহাড়। পাহাড় মানে দার্জিলিং কার্শিয়াং কালিংপং। শুধু রাজ্য নয় বিদেশ থেকেও প্রচুর পর্যটক দার্জিলিং ভ্রমণে আছেন।

    উল্লেখ্য প্রতিবেশী দেশ বাংলাদেশ, সে দেশের মানুষের কাছে দার্জিলিং এক দুর্দান্ত ঘোরার জায়গা। ঢাকা, রাজশাহী, খুলনা, সহ গোটা বাংলাদেশের কাছেই প্রায় দার্জিলিং পরিচিত। বাংলাদেশের আমজনতা দার্জিলিং বেড়াতে পছন্দ করেন।

    বর্তমানে দার্জিলিং এ প্রচুর বাংলাদেশ থেকে পর্যটক এসেছেন। এখন বাংলাদেশ থেকে দার্জিলিং ভ্রমণ অনেকটাই সহজ। ঢাকা থেকে সরাসরি মিতালী এক্সপ্রেস করে নিউ জলপাইগুড়ি রেল স্টেশন। নিউ জলপাইগুড়ি রেল স্টেশনে নেমে সেখান থেকে গাড়ি পাওয়া যায় তেনজিং নরগে বাসস্ট্যান্ড পর্যন্ত। বাসস্ট্যান্ড থেকে সরাসরি দার্জিলিং যাবার বিভিন্ন গাড়ি রয়েছে। তবে চলছে মেঘের খেলা তাই কাঞ্চনজঙ্ঘাকে সব সময় দেখতে পাওয়া যাচ্ছে না। তবে কাঞ্চনজঙ্ঘা ছাড়াও যে রয়েছে অনেক কিছু, টয় ট্রেন ,টাইগার হিল , টাইগার হিল থেকে সূর্যোদয় সূর্যাস্ত দেখা সবকিছুই যেন এক অনন্য অনুভূতি। হোটেল হোমস্টে গুলোতে উপচে পড়ছে পর্যটকদের ভিড়, তাদের মধ্যে রয়েছেন বিদেশি পর্যটকরা। বাংলাদেশ সহ আরো বিভিন্ন দেশ থেকে প্রচুর পর্যটক এসেছেন।

    এখন দার্জিলিং এর বিভিন্ন হোটেলে পাওয়া যায় বাঙালি খানাপিনা, তবে বাংলাদেশের পর্যটকদের কাছে প্রথম পছন্দ পাহাড়ের খাদ্য । করোনা কাটিয়া স্বাভাবিক ছন্দে ফিরেছে পাহাড়, দার্জিলিং হাসছে। ফুলে থেকে উঠেছে পর্যটন ব্যবসা, পর্যটকদের মুখে হাসি ফুটেছে। দার্জিলিং যেন এক মৈত্রীর মেলা।