|
---|
নিজস্ব সংবাদদাতা: সেরার শিরোপা পেল দার্জিলিংয়ের চিড়িয়াখানা। চতুর্থ স্থান পেয়েছে কলকাতার আলিপুর চিড়িয়াখানা। গত ১০ই সেপ্টেম্বর জু অথোরিটি অফ ইন্ডিয়া ঘোষণা করে দার্জিলিং এর পদ্মাজা নাইডু জিওলজিক্যাল পার্কের প্রথম স্থান অধিকার পাওয়ার কথা। এই ঘোষণা শোনার পর স্বাভাবিকভাবে খুশি পার্কের আধিকারিক ও কর্মীরা।
মোট ১৫০ টি চিড়িয়াখানার মধ্যে প্রথম স্থান অধিকার করেছে দার্জিলিঙের চিড়িয়াখানা। পর্যটকদের অন্যতম মূল আকর্ষণ এই চিড়িয়াখানা, দেশীয় বিদেশি প্রচুর পর্যটক প্রতিবছর এই চিড়িয়াখানায় বেড়াতে আসেন। এই চিড়িয়াখানার মূল আকর্ষণ হলো নীল হরিণ,স্নো লেপার্ড, রেড পান্ডা সহ অন্যান্য প্রাণী।