|
---|
লুতুব আলি, আসানসোল : দত্তক পিতা মাতাদের কর্মশালা আসানসোলে। পশ্চিম বর্ধমান জেলা প্রশাসনের উদ্যোগে ২২ নভেম্বর আসানসোলে অনুষ্ঠিত হলো দত্তক নেওয়া পিতা মাতাদের কর্মশালা। পশ্চিম বর্ধমান জেলার শিশু সুরক্ষা কেন্দ্র ও এই কর্মশালার আয়োজনে যুক্ত ছিল। সমগ্র পশ্চিম বর্ধমান জেলায় দত্তক নেওয়া পিতা মাতাদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে সচেতনতামূলক এক আলোচনা সভা হয়। অনেক ক্ষেত্রে দত্তক নেওয়ার ব্যাপারে অনেক নিয়ম-কানুন অনেকের অজানা থাকায় সরকারি পদ্ধতিগতভাবে এপ্লিকেশন হয় না। সেই কারণেই জেলা প্রশাসন ও শিশু সুরক্ষা দপ্তরকে অনেক অসুবিধায় পড়তে হয়। এসবেরই ব্যাপারে যেদিন নানান খুঁটিনাটি বিষয়গুলি আলোচিত হয়। এদিন ইচ্ছুক পিতা-মাতারা একত্রিত হয়ে জেলা প্রশাসন ও শিশু সুরক্ষা দপ্তরের সঙ্গে ভাব বিনিময় ও করেন। আগত দত্তক নেওয়া পিতা মাতারা এই আলোচনা সভায় অংশগ্রহণ করতে পেরে সন্তোষ প্রকাশ করেন। এদিনের এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলার অতিরিক্ত জেলা শাসক সঞ্জয় পাল, আম্রপালি চক্রবর্তী সেক্রেটারি জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ, নিমাই চন্দ্র রায় জেলা সমাজ কল্যাণ আধিকারিক, পশ্চিম বর্ধমান জেলা শিশু সুরক্ষা আধিকারিক বিজন কুমার, পশ্চিম বর্ধমান জেলা তথ্য সংস্কৃতিক দপ্তরের আধিকারিক আজিজুর রহমান। পশ্চিম বর্ধমান জেলা শিশু সুরক্ষা কেন্দ্রের প্রোটেকশন অফিসার রাজকুমার মিশ্র এদিনের কর্মশালা বিষয়ে বিস্তারিত ভাবে আলোকপাত করেন। উল্লেখ্য এদিন ১৪ জন দত্তক শিশু ও মোট ৮০ জন পিতা-মাতা এবং ইচ্ছুক পিতা-মাতারা অংশগ্রহণ করেছিলেন।