প্রজাতন্ত্র দিবস উপলক্ষে উত্তর লক্ষ্মীপুর ইউথ ক্লাবের পরিচালনায় ডে নাইট ভলিবল টুর্নামেন্ট

 

    নিজস্ব প্রতিবেদক,নতুন গতি, মোথাবাড়ি: প্রজাতন্ত্র দিবসের যুব শক্তিকে উজ্জীবিত করতে কালিয়াচক 2 নম্বর ব্লকে ভলিবল টুর্নামেন্ট আসর বসে। প্রজাতন্ত্র দিবস উপলক্ষে কালিয়াচক-২ ব্লকে ইউথ ক্লাবের পরিচালনায় উত্তর লক্ষ্মীপুর হাইস্কুল মাঠে নৈশকালীন ভলিবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। এই নৈশকালীন টুর্নামেন্ট ঘিরে উৎসাহ ছিল তুঙ্গে । এই ভলিবল টুর্নামেন্টে ঝাড়খন্ড, ফরাক্কা, বীরভূম, বোলপুর, বিভিন্ন জেলা সহ এলাকার মোট 12 টি দল অংশ গ্রহণ করে। খেলায় বিপিডিসি ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বোলপুর একাদশ। চ্যাম্পিয়নস বোলপুর এর খেলোয়াড়দের 17000 টাকা ও ট্রফি তুলে দেন সংশ্লিষ্ট এলাকার বাসিন্দা তথা সাংবাদিক রেজাউল করিম । রানার্সআপ বিপিডিসি ক্লাব ট্রফি সহ 12000 টাকা তুলে দেন ক্লাব সম্পাদক সফিকুল ইসলাম । ম্যান অফ দি ম্যাচ বোলপুর দলের চন্দন কোরার,ম্যান অফ দি সিরিজ শুভজিত রায়। খেলায় রেফারীর দায়িত্ব পালন করে সাফিজুদ্দিন আহমেদ ও বৈষ্ণবনগরের অসীম চৌধুরী। উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ আবদুল মজিদ, উত্তর লক্ষ্মীপুর হাইস্কুলের প্রধান শিক্ষক এনামুল হক, তৃণমূল কংগ্রেসের সভাপতি সুধীর দাস, তৃণমূল সহ সভাপতি শিক্ষক জাকির হোসেন, যুবনেতা আখতারুজ্জামান, তোহিদুর রহমান, প্রবীন ক্রীড়াবিদ আবু সুফিয়ান, সাফিজুদ্দিন আহমেদ, কংগ্রেস ব্লক সভাপতি দুলাল সেখ ক্লাব সম্পাদক সফিকুল সেখ সভাপতি কাজী ইউসুফ সহ অনেকেই।
    পাশাপাশি আন্তঃরাজ্য মহিলা ফুটবল টুর্নামেন্টের জমজমাট প্রতিযোগিতা সম্পন্ন হলো পঞ্চানন্দপুর সুকিয়া হাইস্কুল মাঠে। টুর্নামেন্টের পশ্চিমবঙ্গ ছাড়াও পার্শ্ববর্তী ঝাড়খন্ড , বিহার ও কলকাতা থেকে একাধিক দল অংশগ্রহণ করে।