চাঁচলে প্রকাশ্য দিবালোকে পথচারীর পঞ্চাশ হাজার টাকা ছিনিয়ে চম্পট দিল দুষ্কৃতিরা

উজির আলী, নতুন গতি, চাঁচল: প্রকাশ্য দিবালোকে পথচারীর পঞ্চাশ হাজার টাকা ছিনিয়ে চম্পট দিল দুষ্কৃতিরা। মঙ্গলবার দুপুরে ঘটানাটি ঘটেছে মালদহের চাঁচল কলেজ মোড়ের সুইমিং পুল এলাকায়। 
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার চাঁচলের একটি রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্কের শাখা থেকে টাকা তুলে নিজ গৃহের উদ্দেশ্যে ফিরছিলেন মোহাম্মদ ইউনুস। উঃ দিনাজপুরের ইটাহার থানার লালগঞ্জের বাসিন্দা ওই ব্যক্তি বলে খবর। ব্যাঙ্ক থেকে টাকা তুলে গাড়ি ধরার জন্যে পায়ে হেটে রাজীব মোড়ে আসাকালীন সুইমিং পুলের কাছে তার টাকার ব্যাগ সহ ছিনিয়ে মোটরবাইকের চালক চম্পট দেয় বলে অভিযোগ। ওই বাইকে আরো একজন আরোহী ছিল বলে খবর। টাকা ছিনিয়ে নেওয়ার সময় হইচই শুরু হয়। দুষ্কৃতির পিছনে ইউনুস ছুটতে থাকলে বাইকটি দ্রুত গতিতে ছুটতে থাকে ফলে দুষ্কৃতির চিহ্নিত করতে পারেন নি বলে খবর। এনিয়ে এদিন ওই ব্যক্তি চাঁচল থানায় একটি লিখিত অভিযোগ করেন।
চাঁচল থানার পুলিশ জানায়, অভিযোগ পেয়েছি। তদন্ত শুরু হয়েছে।