|
---|
নিজস্ব সংবাদদাতা; সুলতানুল আওলিয়া পীরানে পীর দাস্তেগীর সৈয়েদেনা মাওলানা হজরত গাওসুল আজম (রঃ)-এর বাৎসরিক ইয়াযদাহুম শরীফ সাড়ম্বরে উৎযাপিত হল কলকাতা দায়রা শরীফে। হুজুর গওস পাকের ২২ তম বংশধর তথা মেদিনীপুর খানকাহ শরীফের পীর সাহেব আমীরুল মাশায়েখ হজরত অধ্যাপক ড. সৈয়দ মানাল শাহ আলকাদেরী, সাজ্জাদানশীন দায়রা শরীফ( কলকাতা) ও খানকাহ শরীফে কাদেরিয়া ও চিশতিয়া (মেদিনীপুর )সমগ্র অনুষ্ঠানটি তত্ত্বাবধান করেন। পরিচালনায় ছিলেন উনার সাহেব জাদা নায়েব সাজ্জাদানশীন পীরজাদা অধ্যাপক সৈয়দ মুহাম্মদ একবাল শাহ আলকাদেরী।
ইসলামের অন্যতম শ্রেষ্ঠ ওলি বড় পীর সাহেব হযরত সৈয়দেনা আবদুল কাদের জিলানী (রঃ)-এর তিরোধান দিবস হিসেবে এই ইয়াযদাহুম শরীফ পালিত করা হয়। এদিনের অনুষ্ঠানে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার ভক্ত ও মুরিদ সামিল হন। উপস্থিত কলকাতা সহ রাজ্যের বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত ও রাজনৈতিক ব্যক্তিরাও। পীর সাহেব ড. সৈয়দ মানাল শাহ আলকাদেরী পবিত্র কোরআনের তেলাওয়াতের মাধ্যমে ঐরসের সুচনা করেন। পীরজাদা অধ্যাপক সৈয়দ মুহাম্মদ একবাল শাহ আলকাদেরীও বড় পীরসাহেবের জীবনী নিয়ে আলোচনা করেন।
অনুষ্ঠান শেষে বিশ্ববাসীর জন্য বিশেষ দোওয়া করেন পীর সাহেব।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চের রাজ্য সভাপতি ওয়ায়েজুল হক, ডিএসপি এস ঘোষাল, একতা ফাউন্ডেশনের সাবির আলি, তৃণমূল সংখ্যালঘু সেলের ওহিদুল হক, আইনজীবী জিশান আলি, উর্দু অ্যাকাডেমির সদস্য ওয়ায়েশ কারমি সহ বিশিষ্টরা উপস্থিত ছিলেন।