|
---|
নিজস্ব সংবাদদাতা: শিলিগুড়িতে হারিয়ে যাওয়া 29টি মোবাইল উদ্বার করা হল মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে। ডিসিপি কানোয়ার ভুষন এই হারিয়ে যাওয়া মোবাইল ফিরেয়ে দেন মোবাইল মালিকদের হাতে। উল্লেখযোগ্য গত তিনমাস ধরেই পুলিশের কাছে অভিযোগ আসছিল শিলিগুড়ির বিভিন্ন এলাকা থেকে। সেই মোবাইলগুলি উদ্ধার করে আজ শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে ডিসিপি কানোয়ার ভূষন।তিনি জানান আমরা মোট 29টি মোবাইল উদ্বার করতে পেরেছি। ভালো লাগছে আসল মালিকদের হাতে মোবাইলগুলো তুলে দিতে পেরে। খুশী মোবাইলের মালিকেরাও তারাও জানালেন বর্তমান পরিস্থিতিতে মোবাইল কেনা খুব একটা সহজ ব্যাপার নয়,আমরা আমাদের হারিয়ে যাওয়া মোবাইল ফিরে পেয়েছি এটাই অনেক। শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশকে অসংখ্য ধন্যবাদ তারা আমাদের সমস্যার সমাধান করে দিলেন।সবার পক্ষে মোবাইল হারিয়ে গেলে আর চট্ করে কেনা সম্ভব নয়। মোবাইল হারিয়ে যাওয়াতে প্রচণ্ডভাবে সমস্যায় পড়ে গিয়েছিলাম আমরা।ফিরে পাওয়ায় ভালো লাগছে বলে জানিয়ে গেলেন তারা।