|
---|
নতুন গতি নিউজ ডেস্ক: মালদহের পর এ বার মুর্শিদাবাদ। গঙ্গায় মৃতদেহ ভাসতে দেখে আতঙ্ক ছড়াল বহরমপুরে। মঙ্গলবার দুপুরের ঘটনা।
মঙ্গলবার বহরমপুর থানার ফরাসডাঙা গঙ্গার ঘাটে একটি মৃতদেহ ভেসে থাকতে দেখেন স্থানীয়রা। এটি করোনা আক্রান্তের মৃতদেহ কি না তা নিয়ে আতঙ্ক ছড়ায় স্থানীয়দের মধ্যে।
স্থানীয়দের একাংশের মতে, মৃতদেহটি মহিলার। তবে করোনায় মৃত্যু হয়েছে, নাকি আত্মহত্যা তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। স্থানীয় এক বাসিন্দার কথায়, “শুনেছি গঙ্গায় কোভিডে মৃত্যু হওয়া মানুষের দেহ ভেসে আসছে। ফলে ফরাসডাঙায় ভেসে আসা মরদেহ নিয়ে আতঙ্ক সৃষ্টি হয়েছে।”
২ দিন আগেই মালদহে মানিকচকে গঙ্গায় ৩টি মৃতদেহ ভেসে আসে। মালদহের পুলিশ সুপার অলোক রাজোরিয়া বলেন, ‘‘প্রাথমিক ভাবে দেহগুলি দেখে মনে হচ্ছে, এগুলি এই রাজ্যের নয়। বাইরের রাজ্য থেকে দেহগুলি ভেসে আসছে।”