|
---|
নিজস্ব সংবাদদাতা; হলদিয়াঃ
পূর্ব মেদিনীপুর জেলার নদী মনেই যে নদীর নাম উঠে আসে, তার নাম হলদি নদী। এই হলদি নদীর পাড়ে রোজ সকালে মর্নিং ওয়াকে যান এলাকার প্রচুর মানুষজন। নদীর সবুজ ঘাসের ওপর চলে মর্নিং ওয়ার্ক এবং সঙ্গে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ ও যোগা অভ্যাস। কিন্তু ২৭শে জানুয়ারি থেকে রোজ সকালবেলায় একটু একটু করে চিন্তায় পড়েছেন মর্নিং ওয়ার্কে আসা এলাকার মানুষজন। কারণ, নদীর পাড়ে পড়ে রয়েছে মৃত শুশুকের দেহ এবং এর ফলে ছড়াচ্ছে দূষণ। আর এমনিতেই বিভিন্ন প্রকার দূষণ নিয়ে নানান প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তুলছে স্বেচ্ছাসেবী ও পরিবেশ প্রেমী সংস্থারা। এসবের মাঝে আবার শুশুকের মৃত্যুতে নতুন করে চিন্তায় পড়েছেন ওই সকল পরিবেশ প্রেমীরা।