|
---|
মুর্শিদাবাদ: গত পরশুদিন মণিপুরে আসাম রেজিমেন্টের উপর জঙ্গী হামলা হয় যার জেরে এক অফিসার সহ মোট 6 জন ঘটনাস্থলে শহীদ হয়েছেন, সোমবার মনিপুর থেকে মুর্শিদাবাদের কান্দি মহকুমার খড়গ্রাম থানার অন্তর্গত কীর্তিপুর গ্রামে শহীদ শ্যামল দাসের নিথর দেহ ফিরতেয় কান্নায় ভেঙে পড়েছে শ্যামল দাসের পরিবার সহ গ্রামবাসী সকলেয়।
রাষ্ট্রীয় মর্যাদায় গান স্যালুটের মাধ্যমে শ্যামল দাসের শেষকৃত্য সম্পূর্ণ হলো সোমবার বিকেলে। মুর্শিদাবাদ বীর পুত্র শ্যামল দাসের শেষকৃত্য দেখবার জন্য অগণিত সাধারণ মানুষ ভিড় জমিয়েছিল কীর্তিপুর গ্রামে। শ্যামল দাসের পরিবারের প্রতি সমবেদনা জানাতে ও শেষকৃত্যে অংশীদারিত্ব করবার জন্য উপস্থিত হয়েছিলেন রাজ্যের মন্ত্রী আখরুজাম্মন, মুর্শিদাবাদ জেলাশাসক শরৎকুমার ত্রিবেদী, মুর্শিদাবাদ জেলা আরক্ষা আধিকারিক কে সবরি রাজকুমার, খড়গ্রামের বিধায়ক আসিস মার্জিত সহ বিশিষ্ঠ ব্যক্তিবর্গ।