|
---|
উজির আলী, নতুন গতি, চাঁচল: বজ্রাঘাতে মৃত্যু হল গায়-বাছুরের। শনিবার সকাল থেকেই চাঁচলের বিস্তীর্ন এলাকায় তুমুল বৃষ্টি পড়ছিল। এরই মাঝে চাঁচল থানার মহানন্দাপুর জিপির রাটোট গ্রামে এক মনিবের গায়-বাছুরের বজ্রাঘাতে মৃত্যু হয়েছে বলে খবর। ওই গ্রামের ইন্তাজ হোসেনের গবাদি পশুগুলি এদিন মাঠের মধ্যেই ছিল। মৃত গায়-বাছুরকে গোরস্থ করা হয়েছে বলে জানিয়েছে গ্রামবাসী। ঘটনায় বিমর্ষ পালক। চাঁচল ১ নং ব্লক দপ্তরের প্রানী সম্পদ কেন্দ্রে বিষয়টি জানাবেন তিনি।