|
---|
নিউজ ডেস্কঃ শেন ওয়ার্ন এবং রড মার্শের সাম্প্রতিক মৃত্যুর পরে ক্রিকেট প্রেমীদের জন্য আবার দুঃখ জনক খবর। ফের মর্মান্তিক ধাক্কা অস্ট্রেলিয়ার ক্রিকেটমহলে। গাড়ি দুর্ঘটনায় প্রয়াত অস্ট্রেলিয়ার প্রাক্তন দুর্ধষ অলরাউন্ডার অ্যান্ড্রু সাইমন্ডস! । ৪৬ বছর বয়সী অ্যান্ড্রু সাইমন্ডস ২৬ টি টেস্ট এবং ১৯৮ টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। সূত্রের খবর, শনিবার রাতে কুইন্সল্যান্ড রাজ্যের টাউনসভিলের বাইরে একটি গাড়ি দুর্ঘটনায় প্রাণ হারান তিনি। পুলিশ জানিয়েছে, জরুরি পরিষেবা কর্মীরা ওই গাড়ির চালক এবং একমাত্র যাত্রীকে বাঁচানর সমস্ত চেষ্টাই করেন। কিন্তু গাড়িটি দুর্ঘটনার পরে ওলট পালট হয়ে ছিটকে পড়ায় গুরুতর আঘাত পান সাইমন্ডস। ব্যাপক পরিমাণে আঘাতের কারণেই প্রাণ হারান অস্ট্রেলিয় ক্রিকেট তারকা। যদিও কর্তৃপক্ষ অ্যান্ড্রু সাইমন্ডসের নাম প্রকাশ করেনি। তবে একাধিক সংবাদ সংস্থা এবং প্রাক্তন খেলোয়াড়রা খবরটি নিশ্চিত করেছেন।