হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিশ্বাস ত্যাগ করলেন কিংবদন্তি সন্তুরবাদক পণ্ডিত শিব কুমার শর্মা

দেবজিৎ মুখার্জি, কলকাতা: গত ৬ মাস ধরে কিডনির সমস্যায় ভোগার পর মঙ্গলবার মুম্বইয়ে, ৮৪ বছর বয়সে, হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিশ্বাস ত্যাগ করলেন কিংবদন্তি সন্তুরবাদক পণ্ডিত শিব কুমার শর্মা। তাঁর প্রয়াণে শোকাহত গোটা শাস্ত্রীয় সংগীত জগত।

    তাঁর প্রয়াণে শোক প্রকাশ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করেন “কিংবদন্তি সন্তুরবাদক ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্পী পণ্ডিত শিবকুমার শর্মার প্রয়াণে শোকাহত। শিল্পীর প্রয়াণ সাংস্কৃতিক জগতের খুব বড় ক্ষতি।”