|
---|
বামনগোলা, ২৪ আগস্ট: জমি থেকে গবাদিপুশুর খাওয়ার তুলে বাড়ি ফেরার পথে বজ্রাঘাতে মৃত্যু একই পরিবারের দুই বধূর। সোমবার বিকেলে ঘটনাটি ঘটেছে বামনগোলা থানার ডাকাত পুকুর গ্রামে। এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, মৃত ওই দুই বধূর নাম বিশাখা মাহাতো(২৭) ও অনিমা মাহাতো(৩০)।
মৃত বধূর পরিবারের সদস্যদের থেকে জানা যায়, সোমবার বিকেলে ওই দুই বধূ বাড়ির গবাদি পশুর জন্য বাড়ির পাশেই জমিতে ঘাস তুলতে গিয়েছিলো। ঘাস তুলে বাড়ি ফেরার সময় বজ্রাঘাতে রাস্তায় লুটিয়ে পড়ে দু জনেই। স্থানীয়রা তড়িঘড়ি করে বামনগোলার মদিপুকুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়েযেতেগেলে কর্তব্যরত চিকিৎসকেরা তাদের মৃতবলে ঘোষনা করেন। এরপরে এদিন খবরদেওয়া হয় বামনগোলা থানায়। বামন গোলা থানার পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠান।
এদিকে এ ঘটনায় গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।