ভারতীয় ফুটবলের একটা উজ্জ্বল অধ্যায়ের অবসান হল

ভারতীয় ফুটবলের একটা উজ্জ্বল অধ্যায়ের অবসান হল

    নতুন গতি ওয়েব ডেস্ক:ভারতীয় ফুটবলের একটা উজ্জ্বল অধ্যায়ের অবসান হল। প্রয়াত হলেন কিংবদন্তী ফুটবলার তথা কোচ প্রদীপ কুমার বন্দ্যোপাধ্যায় (পিকে ব্যানার্জী)। শুক্রবার দুপুরে দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে মৃত্যু হল তাঁর। ভারতীয় ফুটবলের অন্যতম সফল কোচ পিকে বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে কলকাতা ময়দানে। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৮৩ বছর। দীর্ঘদিন ধরেই বয়সজনিত এবং স্নায়ুর সমস্যায় ভুগছেন তিনি। এর আগেও ২১ জানুয়ারি তাঁকে অসুস্থতার জন্য হাসপাতালে ভর্তি করতে হয়েছিল।
    ১৫ বছর বয়েসেই তিনি সন্তোষ ট্রফিতে রাইট উইংয়ে খেলেছিলেন বিহারের হয়ে। ৫৪ সালে যোগ দেন কলকাতার এরিয়ানসে। সেখান থেকে পূর্বরেলে। জাতীয় স্তরে তাঁর খেলা শুরু ১৯৫৫ সালে। প্রদীপ বন্দ্যোপাধ্যায় টোকিও, জাকার্তা এবং ব্যাঙ্কক এশিয়ান গেমসে খেলেছেন ভারতের হয়ে। মেলবোর্নের অলিম্পিকেও খেলেন তিনি। রোমের অলিম্পিকে গোলও করেছিলেন। মারদেকা কাপে খেলেছেন তিনবার। ১৯৬৮ সালে অবসর নেন খেলা থেকে। এরপর শুরু কোচিং। ইস্টবেঙ্গল দিয়ে শুরু। তারপর মোহনবাগান। বাগানের ত্রিমুকুট আসে তাঁরই প্রশিক্ষণে। ১৯৭২ সালে হন জাতীয় কোচ। ১৯৮৬ সাল পর্যন্ত জাতীয় কোচ ছিলেন পি কে। ছিলেন টাটা ফুটবল আকাদেমির টেকনিকাল ডিরেকটরও। একমাত্র ভারতীয় ফুটবলার তিনিই, যিনি অলিম্পিকে ফেয়ার প্লে ট্রফি পেয়েছিলেন।