|
---|
মতিয়ার রহমান : ২ রা ভাদ্র মুরারই এলাকার ছায়া সুনিবিড় শান্তির নীড় সবুজ প্রকৃতির কোলে গড়ে ওঠা ছোট শিশুদের নার্সারী স্কুল দেবযান শিশু তীর্থে উদযাপন করা হয় রাখী বন্ধন উৎসব ও বৃক্ষ রোপন অনুষ্ঠান।
সকাল দশটায় অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন বিশিষ্ট শিক্ষক ও নন্দীগ্রাম হাই স্কুল (উচ্চ মাধ্যমিক ) সম্মানীয় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গোলাপশা সেখ। ঢোল বাজিয়ে সভার শুরু হয়। সমবেত সঙ্গীত পরিবেশন করে স্কুলের ছাত্র ছাত্রীরা। ছাত্র ছাত্রীদের মনমুগ্ধকর নাচ,গান,কবিতা আবৃত্তি সভার অন্যতম প্রধান আকর্ষণ ছিল।
সভা শুরুর আগেই হলুদ পাঞ্জাবী ও সাদা পাজামায় সুসজ্জিত হয়ে ছাত্র ছাত্রীরা শোভা যাত্রা সহযোগে স্থানীয় কালিতলা পুকুর পাড়ে সুরক্ষিত এলাকায় গাছ লাগানো হয়। উপস্থিত ছিলেন আজকের সভার প্রধান অতিথি সম্মানীয় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গোলাপশা সেখ, বিশেষ অতিথি অণুগল্পকার ও ভ্রামণিক মতিয়ার রহমান,দেবযান শিশু তীর্থের প্রধান শিক্ষক সুমন পতি,সহ শিক্ষক পিনাকি মেহেরা,দয়াল গোস্বামী, মনিরুল ইসলাম, নৃত্যশিল্পী শিক্ষিকা পূজা দাস, তনুশ্রী পতি মেহেরা, রেহানা সুলতানা,রুমি রাজবংশী ও কলহপুর প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক উৎপল রাজবংশী প্রমুখ। শিক্ষার্থী, অতিথি,সমবেত অভিভাবক অভিভাবিকাদের উজ্জ্বল উপস্থিতিতে” আসুন গাছ লাগাই প্রাণ বাঁচাই” কোরাস কন্ঠে শপথ বাক্য উচ্চারণ ও শঙ্খ ধ্বনির মধ্য দিয়েই এই অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। বৃক্ষ রোপনের এই ট্র্যাডিশন সমানেই চলছে।
পরে শুরু হয় বিনোদনমূলক সাংস্কৃতিক অনুষ্ঠান। হঠাৎ করেই এক পশলা বৃষ্টি এসে সব কিছু এলোমেলো করে দিতে চাইলেও শিশু মনকে পারেনি। শিশু তীর্থের শিক্ষার্থীরা নিজেরা একে অপরের হাতে রাখি পরিয়ে নিজেদের ভালোবাসার বন্ধন সুদৃঢ় রাখতে প্রতীজ্ঞা বদ্ধ হয়।
একটি বেসরকারি পাবলিক স্কুলের ব্যতিক্রমী অসাধারণ অনবদ্য অনুষ্ঠান পরিবেশন উপস্থিত দর্শক শ্রোতা অতিথিদের হৃদয় মন জয় করে নিয়েছে। স্কুলের প্রধান শিক্ষক সুমন পতির এই শোভন সুন্দর অনুষ্ঠানের সাক্ষী থাকতে পেরে খুব খুশি ও উচ্ছাস ব্যক্ত করেন সম্মানীয় অতিথি গোলাপশা সেখ ও মতিয়ার রহমান।দেবযান শিশু তীর্থ একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে আত্মপ্রকাশ করে শতবর্ষ পূর্তি উদযাপন করুক কামনা করেন তাঁরা।