|
---|
নূর আহমেদ, মেমারি, ৬ ডিসেম্বর ২০২৪ : এদিন শুক্রবার ৬ই ডিসেম্বর বেলা ১১টা নাগাদ মেমারি বিধানসভার অন্তর্গত দেবীপুর গ্রাম পঞ্চায়েতের নিশিরাগর এলাকায় দেবীপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র পরিদর্শনে যান মেমারি বিধানসভার বিধায়ক মধুসূদন ভট্টাচার্য।পরিদর্শনে গিয়ে তিনি সেখানকার স্বাস্থ্য পরিকাঠামো বিষয়ে কথা বলেন প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক ডাঃ সাগরিকা চ্যাটার্জীর সাথে, পাশাপাশি এলাকার সাধারণ মানুষ ও রোগীদের সাথে কথা বলেন এবং রোগীদের সুবিধা অসুবিধার কথা শোনেন।
প্রসঙ্গগত গত কয়েকদিন আগেই এই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রটি দশটি শয্যা বিশিষ্ট স্বাস্থ্যকেন্দ্রে উন্নীত করার জন্য স্বাস্থ্য দপ্তরের প্রধান সচিব নারায়ণ স্বরূপ নিগম কে লিখিত আবেদনও করেছেন বিধায়ক, এবং তিনি বলেন যে সাধারণ মানুষের পাশে সব সময় রাজ্যের মুখ্যমন্ত্রী আছেন, মুখ্যমন্ত্রীর মানবিক প্রচেষ্টায় সেই কাজ খুব দ্রুতই শুরু হবে বলেও এদিন সাধারণ মানুষ ও রোগীদের জানান তিনি ।
এই দেবীপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের পথ চলা শুরু হয় ১৯৫০ সালে, তৎকালীন এই দেবীপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের নাম ছিল নিশিরাগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র, পরবর্তীকালে নাম পরিবর্তন করে করা হয় দেবীপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, এবং সেই সময় এখানে সবসময়ের জন্য চিকিৎসক থাকতো এবং রোগী ভর্তির ব্যবস্থাও ছিল, কিন্তু বাম জমানায় এই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের স্বাস্থ্যপরিকাঠামোর অবনতি হয়, বর্তমানে দেবীপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে টি ১০ টি শয্যা বিশিষ্ট স্বাস্থ্যকেন্দ্রে রূপান্তর করা হবে এবং ২৪ ঘন্টা চিকিৎসা পরিষেবা পাবে এলাকার মানুষেরা, এমনটাই এদিন জানালেন বিধায়ক, পাশাপাশি তিনি আরো জানান যে এই মেমারি বিধানসভা এলাকার পাশাপাশি কালনা এবং হুগলি জেলার বেশ কিছু এলাকার প্রায় ২ লক্ষ মানুষ এই দেবীপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র থেকে উপকৃত হবেন।
১০শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কেন্দ্র এবং ২৪ ঘন্টা স্বাস্থ্য পরিষেবা চালু হওয়ার কথা স্থানীয় বিধায়ক মধুসূদন ভট্টাচার্যের কাছ থেকে শোনার পর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও বিধায়ক মধুসূদন ভট্টাচার্যকেও ধন্যবাদ জানান এলাকার মানুষ তথা এই দেবীপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র থেকে স্বাস্থ্যপরিসেবা নিতে আসা মানুষেরা