|
---|
নতুন গতি, ওয়েব ডেস্ক : দীনবন্ধু মঞ্চ শিলিগুড়ির সবচাইতে আবেগের জায়গা।সবাই বলে এখানে শিক্ষিত মানুষেরা আসেন তাদের আনন্দ উপভোগ করতে।এখানে বছরের পর বছর মানুষ এসেছেন সিনেমা দেখতে,নাটক দেখতে এবং যাত্রা দেখতে,সংষ্কার করবার দরকার ছিলো বহুদিন থেকেই কিন্তুু তা হয়ে ওঠে নি,নানান কারনের জন্য।কয়েকদিন ধরেই শিলিগুড়ি পুরসভার ভারপ্রাপ্ত চেয়ারম্যান গৌতম দেব তথ্যকেন্দ্র ঘুরে দেখেন ভারপ্রাপ্ত ইঞ্জিনিয়ারদের সাথে ঘুরে ঘুরে।দীনবন্ধু মঞ্চ অনেকদিনের পুরানো মঞ্চ,টাইটানিকের মতন সিনেমা এখানে দেখতে এসেছেন বিভিন্ন শ্রেনীর মানুষ।তাই অনেকদিন ধরেই চিন্তার মধ্যে ছিলো কিভাবে এই মঞ্চের পুর্নগঠন করা যায়।এদিন গৌতম দেব জানান যততাড়াতাড়ি সম্ভব এখানে সিনেমা শুরু করতে হবে,কোভিডের কারনে বহু মানুষ এক অবসাদের মধ্যে দিয়ে জীবন কাটাচ্ছেন,প্রত্যেকেই চাইছেন একটু অন্যরকমভাবে দিন কাটাতে,বাইরে যাওয়া এখন সবার পক্ষে সম্ভব নয়,তাই অনেকেই চাইছেন হলমুখি হতে।যেটা হলে অনেকেরই সুবিধা এবং আনন্দ দুটোই হবে।গৌতম দেব এদিন আরো জানান খুব তাড়াতাড়ি দীনবন্ধু মঞ্চে সিনেমা দেখানো শুরু করা হবে।এর জন্য তিনি ইঞ্জিনিয়ারদের নির্দেশ দিয়েছেন কাজ শেষ করতে।মানুষ এবারে দীনবন্ধু মঞ্চে সিনেমা দেখতে পারবেন।গৌতম দেব আরো জানান তিনি চেষ্টা করছেন যত তাড়াতাড়ি সম্ভব এই এই কাজ শেষ করবার।প্রায় দেড় ঘন্টা ধরে পর্যবেক্ষন করে গৌতম দেব জানান জানুয়ারীর শেষের দিক থেকে শুরু করা হবে সিনেমা দেখবার কাজ।