|
---|
নতুন গতি নিউজ ডেস্ক: এফসি কাপ এর প্রথম ম্যাচেই হোঁচট খেলো মোহনবাগান, গোকুলাম কেরালা কাছে পরাজয় স্বীকার করেছে মোহনবাগান। খেলার ফলাফল গোকুলাম কেরালার অনুকূলে ৪_২, সদ্য সদ্য আই লিগ জয় করেছে গোকুলাম কেরালা। এবার এফসি কাপ এর প্রথম ম্যাচেই মোহনবাগানকে পরাস্ত করে তাদের অভিযান শুরু করলো।
ম্যাচের প্রথম থেকেই মোহনবাগানের রক্ষণভাগে ঝড় তোলে গোকুলোম কেরালা, বারংবার আক্রমণে চূর্ণ হয়ে যায় মোহনবাগানের ডিফেন্স। তবে মোহনবাগানের ভাগ্য ভালো আরো বেশি গোল হজম করতে হয়নি। এফসি কাপ এর শুরুটা ভালো হলো না বর্ষীয়ান ক্লাবের। স্বভাবতই হতাশ মোহনবাগান সমর্থকরা।