অন্যের পরিবারের বচসা রুখতে নিজেই আক্রান্ত প্রতিবাদী, দিল্লী থেকে দেহ ফিরছে চাঁচলে

উজির আলী,নতুন গতি, চাঁচল: অন্যের পারিবারিক গন্ডোগোল এড়াতে নিজেই আক্রান্ত।সোমবার ঘটনাটি ঘটেছে হরিয়ানার রাজ্যের গুরগাঁওতে।

    মালদহের চাঁচল ১ নং ব্লকের ভগবানপুর জিপির অন্তর্গত অরবরা গ্রামের জারদিস আলী(৪৫)।
    সপরিবারে হরিয়ানার গুরগায়ের নথিপুরে ভাড়া বাড়িতে থাকতেন। বাসার সামনে চায়ের দোকান, আড্ডা বেশ ভালোই হতো দোকানে। সম্প্রীতি প্রত্যেকদিনের মতো মঙ্গলবারও বিকেলে চায়ের দোকানে বসেই ছিলেন জারদিস। তার চোখের সামনে এক পরিবারে তুমুল বিবাদ বাধে।

    কথায় আছে গ্রাম্য মোড়ল মীমাংসা চায়, বিবাদ নয়। বিবাদ মুক্ত করতে গেলে জারদিস আক্রান্ত হয়। বিবাদকারীদের লাঠি মস্তিষ্কে বড়ো আঘাত হানে জারসিদের। ঘটনার মুহুর্তেই সরজমিনে লুটিয়ে পড়েন তিনি। স্থানীয়দের তৎপরতায় স্থানীয় ক্ষুদ্র হাসপাতালে নিয়ে গেলে আশঙ্কাজনক অবস্থা থাকায় পরিবার দিল্লী AIIMS হাসপাতালে নিয়ে যায়। বুধবার ভোরে ওখানেই শেষ নিঃশাস ত্যাগ করেন জারসিদ বাবু। গুরগাওঁতে দীর্ঘদিন ধরেই অটো চালানোর পেশায় যুক্ত ছিলেন তিনি।

    মৃতের এক আত্মীয় জানান, চারজনকে নিয়েই ছিল সেদিনের গন্ডোগোল। পুলিশ দুজন কে গ্রেফতার করেছে বাকি দুজন পলাতক বলে জানিয়েছেন তিনি। ধৃত দুজন অভিযুক্ত উত্তরপ্রদেশ রাজ্যের বাসিন্দা বলে পুলিশ মারফত জানতে পারেন পরিবার।

    মৃতদেহের সাথে থাকা এক আত্মীয় জানিয়েছেন, বুধবার বিকেলে দিল্লীর হাসপাতাল থেকে ময়নাতদন্ত সম্পন্ন করে চাঁচলে গ্রামের বাড়ীতে অ্যাম্বুলেন্স করে যাচ্ছেন। সম্ভাব্য বৃহস্পতিবার সন্ধ্যায় গ্রামের বাড়িতে দেহ পৌঁছাবে। শেষ দেখা দেখার জন্য অপেক্ষায় রয়েছেন গ্রামবাসী।
    উপরের লেখা সমস্ত ঘটনাটি জানিয়েছেন দিল্লীতে থাকা মৃতের এক আত্মীয় লুৎফুর রহমান।