|
---|
দেগঙ্গা: একবিংশ শতাব্দীতে ভূতের ভয়তে দারুন ভীত দেগঙ্গার বাসিন্দারা। গভীর রাতে নানা রকমের ভয়ঙ্কর আওয়াজ শুনতে পান এলাকার বাসিন্দারা। অমাবস্যা ও পূর্ণিমা রাতে আওয়াজ আরো জোরালো হয় বলে জানিয়েছেন ওই এলাকার বাসিন্দারা।
এই ভয়ংকর আওয়াজ ভেসে আসে পরিত্যক্ত সেনা বাহিনীর ক্যাম্প থেকে। স্বাধীনতার আগে এই ক্যাম্প বানানো হয়েছিল। ভারত স্বাধীনতা লাভ করার পর ক্যাম্পে বাহিনীর আনাগোনা অনেকটাই কমে যায়। বিগত কিছু বছর ধরে একেবারেই বন্ধ হয়ে গেছে ওই ক্যাম্প। এখন ওই বাড়িতে কেউ থাকে না। কিন্তু তারপরেও রাত বাড়লে বিভিন্ন আওয়াজ শোনা যায়।
অনেকেই জানিয়েছেন অসামাজিক কাজকর্ম হয় ওই বাড়িতে। সেই বিষয় ঢাকা দিতে স্থানীয় এলাকার বাসিন্দাদের ভূতের ভয় দেখানো হচ্ছে। বেশ কয়েকবার পুলিশ ওই বাড়িতে হানা দিয়ে অসামাজিক কাজ চালানোর জন্য কয়েক জন ব্যক্তিকে গ্রেপ্তার করেছিল। বৈজ্ঞানিক মহল জানিয়েছে ভূতের ভয় দেখানো হচ্ছে মানুষকে।