দেগঙ্গায় মুহাম্মদ কামরুজ্জামানকে দেওয়া হল মাওলানা আজাদ স্মৃতি পুরস্কার

সংবাদদাতা : দেগঙ্গার আজাদ চাইল্ড অ্যাকাডেমি মৌলানা আজাদ স্মৃতি পুরস্কার ২০২৪ প্রদান করলো ফ্রন্টপেজ অ্যাকাডেমির চেয়ারম্যান ও সংখ্যালঘু যুব ফেডারেশনের রাজ্য সম্পাদক মাওলানা মুহাম্মদ কামরুজ্জামানকে।মঙ্গলবার দেগঙ্গার বুড়িরহাট বাজারে অবস্থিত আজাদ চাইল্ড অ্যাকাডেমিতে অনুষ্ঠিত হল অ্যাকাডেমির নবম বর্ষ প্রতিষ্ঠা দিবস উদযাপন। একইসঙ্গে আজাদ চাইল্ড অ্যাকাডেমিতে এলাকার অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য সম্পূর্ণ বিনা ফিজে স্কুলে পড়ার সুযোগ প্রদান করা হয়। যেখানে আগামী ২০২৫ শিক্ষাবর্ষ থেকে সম্পূর্ণ বিনা পয়সায় বাচ্চাদের পাঠদান দেওয়া হবে। উক্ত অনুষ্ঠানে ফ্রন্টপেজ অ্যাকাডেমির চেয়ারম্যান ও সংখ্যালঘু যুব ফেডারেশনের সাধারণ সম্পাদক মুহম্মদ কামরুজ্জামান সাহেবকে মাওলানা আজাদ সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে কামরুজ্জামান বলেন প্রতিটি সন্তানকে আদর্শ ও মানবিক মূল্যবোধ সম্পন্ন সুনাগরিক হিসেবে গড়ে তোলার জন্য আমাদের সকলের প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। এদিনের অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোটিভেশনাল স্পিকার আবেদিন হক আদি, প্রবীণ সাংবাদিক সোনা বন্দ্যোপাধ্যায়, মোফাসসের হোসেন, সেখ নিজামউদ্দিন, নিজামউদ্দিন হোসাইনি, ফারুক আহমেদ বিশ্বাস, চাইল্ড অ্যাকাডেমির প্রতিষ্ঠাতা সম্পাদক শিক্ষক সাহাবুদ্দিন ফারুক সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিন অ্যাকাডেমির পক্ষথেকে বর্ষসেরা ছাত্রছাত্রী পুরষ্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে অ্যাকাডেমির ছাত্রছাত্রীরা গান ও কবিতা আবৃত্তি পরিবেশন করে। অ্যাকাডেমির প্রতিষ্ঠাতা সাহাবুদ্দিন ফারুক বলেন, সমাজে অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া গরীব ছাত্রছাত্রীদের শিক্ষার মূলস্রতে ফিরিয়ে আনার জন্যই আমাদের এই উদ্যোগ।