|
---|
রফিকউদ্দিন মণ্ডল : ১৭নভেম্বর, বুধবার, মেমারি ১ব্লকের কেন্না নিমো ২ অঞ্চলের দেহুড়া গ্রামে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে তাজা প্রাণ হারালো উৎপল ভৌমিক। মেমারি বিধানসভার বিধায়ক মধূসুদন ভট্টাচার্য মহাশয় বাড়িতে এসে স্ত্রী ও সন্তানদের প্রতি সমবেদনা জানান ও পাশে থাকার কথা বলেন। কেন্না অঞ্চলের দেহুড়া গ্রামে মাস্টারমশাই বিধায়ক মধুসূদন ভট্টাচার্য্য তিনি সব সময় মানুষের পাশে দাঁড়াতে বদ্ধপরিকর। বিদ্যুৎপৃষ্ঠ হয়ে মারা যাওয়া উৎপল ভৌমিকের বাড়িতে গিয়ে সর্বস্তরের মানুষ শেষ শ্রদ্ধা জানান। তার মৃত্যুতে শোক স্তব্ধ গোটা গ্রাম। পরিবারের পাশে উপস্থিত ছিলেন। মৃত্যুকালীন বয়স ৫০,স্ত্রী ও পুত্র কন্যা সন্তান রেখে গেলেন।