মাদ্রাসা শিক্ষার বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে মন্ত্রী গোলাম রাব্বানীর সঙ্গে সাক্ষাৎ করেন মাদ্রাসা শিক্ষক সংগঠন এর প্রতিনিধিদল

নতুন গতি ডেস্ক : রাজ্যের ক্ষমতাসীন দল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস অনুমোদিত ওয়েস্ট বেঙ্গল তৃণমূল মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি তথা মাদ্রাসা শিক্ষা পর্ষদ এর অন্যতম সদস্য ও উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ এ.কে.এম ফারহাদ সাহেবের নেতৃত্বে সংগঠনের এক প্রতিনিধি দল মাদ্রাসা শিক্ষার বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে সংখ্যালঘু ও মাদ্রাসা শিক্ষা বিষয়ক দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী মোঃ গোলাম রাব্বানী সাহেব সহ মাইনোরিটি অ্যাফেয়ার্স এন্ড মাদ্রাসা এডুকেশন ডিপার্টমেন্ট এর প্রিন্সিপাল সেক্রেটারি মোঃ গোলাম আলী আনসারী সাহেব, মাদ্রাসা শিক্ষা অধিকর্তা আবিদ হোসেন ও মাদ্রাসা শিক্ষা পর্ষদ সভাপতি ড. আবু তাহের কামরুদ্দিন সাহেবের সঙ্গে সাক্ষাৎ করে দাবি পত্রের মাধ্যমে যে দাবি গুলি উপস্থাপন করেছে,  সেগুলির মধ্যে উল্লেখযোগ্য ভাবে আসন্ন রাজ্য সরকারের নির্দেশিকা মেনে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পঠন-পাঠনের উপযুক্ত পরিবেশ তৈরি করার জন্য সুপরিকল্পনা গ্ৰহণ করা। ঘূর্ণিঝড় বিধ্বস্ত বিভিন্ন প্রতিষ্ঠানের উন্নতিকল্পে গ্র্যান্ট নিয়ে সুচিন্তিত পরিকল্পনা করার জন্য আহ্বান করা এবং অতি দ্রুত অর্থনৈতিকভাবে সহযোগিতা করার আহ্বান জানানো হয়।

    সভাপতি সঙ্গে আলোচনার সময় সেক্রেটারি আশ্বস্ত করে বলেন অতি দ্রুত ইনফ্রাস্ট্রাকচার বাবদ অর্থ বরাদ্দ করে হবে। একইসঙ্গে বিভিন্ন মাদ্রাসায় প্রধান শিক্ষক এর অভাবে অনেক ক্ষেত্রে অচলাবস্থা দেখা যাচ্ছে তার দ্রুত নিবারণের জন্য অতি দ্রুত প্রধান শিক্ষক নিয়োগের প্রস্তাব রাখা হয়। উপরিউক্ত বিষয়গুলি ছাড়াও শিক্ষক সংগঠনের পক্ষ থেকে নতুন করে শিক্ষকদের বদলির নির্দেশ জারি করে দ্রুত কার্যকর করার প্রস্তাব রাখা হয় একই সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনের মাধ্যমে শিক্ষক নিয়োগ যাতে দ্রুত সম্পন্ন হয় সেদিকেও নজর রাখার জন্য ওয়েস্টবেঙ্গল তৃণমূল মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশন দাবি করে। উপরিউক্ত বিষয়গুলি ছাড়াও এম এস কে,এস এস কে আনএডেড মাদ্রাসাগুলোকে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার আওতায় আনার জন্য প্রস্তাব পেশ করা হয়। দাবি পত্র জমা করার পর্বে ওয়েস্ট বেঙ্গল তৃণমূল মাদ্রাসা টিচার্স এসোসিয়েশনের রাজ্য সভাপতি এ.কে.এম ফারহাদের সঙ্গে ছিলেন সংগঠনের রাজ্য সম্পাদক তথা হাতিশালা সরোজিনী হাই মাদ্রাসার শিক্ষারত্ন পুরস্কার প্রাপ্ত প্রধান শিক্ষক জনাব ইরফান আলী বিশ্বাস, প্রধান শিক্ষক আব্দুল হাকিম, মাদ্রাসা শিক্ষা পর্ষদের সদস্য তথা প্রধান শিক্ষক শাকিলুর রহমান, সদস্য মোজাফফর আহমেদ, সাইফুল ইসলাম প্রমুখ।