|
---|
দিল্লিতে মুসলিম সব্জি বিক্রেতাকে মারধর করার অভিযোগে গ্রেপ্তার এক
নতুন গতি ওয়েব ডেস্ক: দিল্লিতে মুসলিম সবজি বিক্রেতাকে মারধর করার অভিযোগে গ্রেপ্তার করা হল প্রবীণ বব্বর নামের এক ব্যক্তিকে। দিনকয়েক আগে ঘটা এই ঘটনার ভিডিও ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। ঘটনার ভিডিও সহযোগে অভিযোগ দায়ের করা হয় পুলিশের সাইবার সেলে। এরপরই দক্ষিণ পূর্ব দিল্লি পুলিশের পক্ষ থেকে তদন্ত চালিয়ে বদরপুর থানা ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে।
ঘটনার সূত্রপাত দিনকয়েক আগে। তাজপুর রোডে জনৈক সবজি বিক্রেতার কাছে পরিচয়পত্র দেখতে চান। পরিচয়পত্র না দেখাতে পারায় ওই সবজি বিক্রেতার নাম জিজ্ঞেস করেন প্রবীণ। সবজি বিক্রেতা নিজের নাম মহম্মদ সালিম বলার পরেই প্রবীণ ওই সবজি বিক্রেতাকে লাঠি দিয়ে মারতে মারতে এলাকা থেকে বের করে দেন। ভিডিওতে প্রবীণকে বলতে শোনা গেছে – ‘তুমলোগ তো জিহাদ মচা দিয়া হ্যায়।
দিল্লি পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়েছে – এইধরনের ঘটনা কোনো অবস্থাতেই বরদাস্ত করা হবে না। এইধরনের ব্যক্তিদের বিরুদ্ধে আইন মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে