দিল্লি সরকার দিল্লির সকল অটো ও ট্যাক্সি চালকদের ৫ হাজার টাকা করে দিবেন অরবিন্দ কেজরিওয়াল

দিল্লি সরকার দিল্লির সকল অটো ও ট্যাক্সি চালকদের ৫ হাজার টাকা করে দিবেন অরবিন্দ কেজরিওয়াল

    নতুন গতি ওয়েব ডেস্ক: করোনা আতঙ্কে দেশে চলছে লক ডাউন, আর এই লকডাউনে বন্ধ সব রকমের গণপরিবহণ ব্যবস্থা। বন্ধ অটো, ট্যাক্সিও। এবার এই অটো এবং ট্যাক্সি চালকদের সাহায্য করতে এগিয়ে এলো দিল্লি সরকার। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল আজ জানিয়েছেন, ‘এই লকডাউনের সময় যেসমস্ত অটো এবং ট্যাক্সি চালকরা গাড়ি চালাতে পারেননি, দিল্লি সরকার তাদের সকলকে ৫,০০০ করে টাকা দেবে।’ সকল অটো এবং ট্যাক্সি চালকদের ব্যাংক অ্যাকাউন্টে ৫,০০০ টাকা করে দিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন কেজরিওয়াল।
    এর জন্য সকল অটো এবং ট্যাক্সি চালকদের কাছে ১০ দিন সময় চেয়েছেন মুখ্যমন্ত্রী কেজরিওয়াল। এর কারণ হিসেবে জানিয়েছেন, সরকারের কাছে সকল অটো এবং ট্যাক্সি চালকদের ব্যাংকের তথ্য নেই, ব্যাংকের তথ্য পেলেই তাদের অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেওয়া হবে।