ঘরে ফেরানো হচ্ছে দিল্লিতে আটকে পড়া বাংলার শ্রমিকদের

ঘরে ফেরানো হচ্ছে দিল্লিতে আটকে পড়া বাংলার শ্রমিকদের

    নতুনগতি ওয়েব ডেস্ক, ২৮ ফেব্রুয়ারিঃ দিল্লিতে গন্ডগোলের জেরে আটকে পড়া বাংলার বেশ কিছু শ্রমিককে হাওড়ায় ফেরানো হল।

    তাঁদের প্রত্যেকের বাড়ি প্রত্যেকের বাড়ি মুর্শিদাবাদ জেলায়। হাওড়ায় ট্রেন থেকে নামার পর রেল পুলিশের পক্ষ থেকে কার্যত ব্যারিকেড করে তাদের ঘিরে নিয়ে চলে যাওয়া হয় স্টেশন থেকে। মুর্শিদাবাদের ওই ১১ শ্রমিককে পুলিশ উদ্ধার করেছে। গত কদিন ধরে তাঁদের কাছে খাবার বলতে ছিল কয়েক প্যাকেট বিস্কুট। বিভিন্ন স্বেচ্ছা সংগঠনের কাছ থেকে খবর পেয়ে উদ্ধারে নামে পুলিশ। তারাই তাদের নিউ দিল্লি স্টেশনে নিয়ে য।
    মুর্শিদাবাদের নওদার ত্রিমোহিনী গ্রামের থেকে দিল্লির একটি কারখানায় কাজ করতে গিয়েছিলেন তাঁরা। বেশিরভাগেরই বয়স ২৫ থেকে ৩৬ বছরের মধ্যে। তারা তিনমাস আগে দিল্লি গিয়েছিলেন। উত্তরপূর্ব দিল্লির মৌজপুরের কাছে গোন্ডাচকে একচটি বাড়ি ভাড়া করে তারা থাকতেন। দিল্লির গণ্ডগোলে আটকে পড়ে ছিলেন তাঁরা।