|
---|
নতুন গতি নিউজ ডেস্ক: ফের করোনার থাবা রাজ্যের গেরুয়া শিবিরে ৷ সংক্রমণে আক্রান্ত হলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ ৷ গত কয়েকদিন ধরেই প্রবল জ্বরে শয্যাশায়ী ছিলেন মেদিনীপুরের এই সাংসদ ৷ শুক্রবারই তাঁর কোভিড রিপোর্ট পজিটিভ আসে ৷ সল্টলেকের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে দিলীপ ঘোষকে ৷
জানা গিয়েছে, শুক্রবার সন্ধেতেও ১০২-এর উপর জ্বর ছিল তাঁর ৷ অসুস্থ থাকায় গত এক সপ্তাহ ধরেই সমস্ত কর্মসূচি বাতিল করে নিউটাউনের বাড়িতেই ছিলেন রাজ্য বিজেপি সভাপতি ৷ চিকিৎসকের পরামর্শে টেস্ট করা হলে করোনা রিপোর্ট পজিটিভ আসে ৷
মাস খানেক আগেই দিলীপ ঘোষের কয়েকজন নিরাপত্তারক্ষীর করোনা আক্রান্ত হওয়ার কথা শোনা গিয়েছিল ৷ নিয়মমাফিক সেসময় তাঁরও কোভিড টেস্ট হয় ৷ রিপোর্ট ছিল নেগেটিভ ৷
এর আগেও এরাজ্যে গেরুয়া শিবিরের একাধিক প্রথম সারির নেতা নেত্রী করোনা সংক্রমণের শিকার হয়েছেন ৷ কয়েকদিন আগেই বিজেপির অনুপম হাজরার করোনা আক্রান্ত হন ৷ তার আগে হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায়, মহিলা মোর্চার সভানেত্রী অগ্নিমিত্রা পলও করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন ৷ যদিও বর্তমানে দুই নেত্রীই করোনাকে জয় করে কাজে ফিরেছেন ৷