মুর্শিদাবাদের লালবাগ মহকুমা হাসপাতাল বিনা চিকিৎসায় অন্তঃসত্ত্বার মৃত্যু,ঘটনায় চিকিসৎকের গলায় মালা পরিয়ে প্রতিবাদ

মুর্শিদাবাদের লালবাগ মহকুমা হাসপাতাল বিনা চিকিৎসায় অন্তঃসত্ত্বার মৃত্যু,ঘটনায় চিকিসৎকের গলায় মালা পরিয়ে প্রতিবাদ

    নতুন গতি,নিজস্ব প্রতিনিধি,মুর্শিদাবাদ: চিকিৎসায় অন্তঃসত্ত্বার মৃত্যু হলো ঘটনা ঘটেছে মুর্শিদাবাদের লালবাগ মহকুমা হাসপাতালে। আজ ভোর রাত ৩:৫০ নাগাদ জিয়াগঞ্জের বাসিন্দা শতাব্দী দত্ত হালদার প্রসব যন্ত্রনা নিয়ে লালবাগ মহকুমা হাসপাতালে আসেন। সঙ্গে সঙ্গে তাকে ভর্তী করা হয়। অভিযোগ সেই সময়ে কর্তব্যরত চিকিৎক বাসব সাহাকে একাধিরবার ডাকা হলেও তিনি হাসপাতালে আসেন নি। কল বুকও করা হয়। চিকিৎসক আসেন ৯:১০ মিনিট নাগাদ এবং শতাব্দী দত্ত হালদারকে মৃত বলে ঘোষনা করে। মৃত গৃহ বধূর বাড়ির লোকের বক্তব্য চিকিৎকের গাফিলতির কারনেই মৃত্যু হয়েছে শতাব্দীর। কারণ ৫ ঘণ্টা প্রায় বিনা চিকিৎসায় থাকতে হয়েছে শতাব্দীকে। এই ঘটনার পরে রণক্ষত্র চেহারা ধারন করে হাসপাতাল চত্বর।

    ইতি মধ্যেই অভিযুক্ত চিকিৎসকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের কারা হয়েছে। পরে মৃতদেহের সামনে চিকিসৎকের গলায় মালা পরিয়ে হাতে পয়সা তুলে দিয়ে প্রতিবাদ করেন।