মুর্শিদাবাদে বিশ্ববিদ্যালয়ের দাবিতে একই ছাতার তলায় বিভিন্ন সংগঠন

আবু সাঈদ ও রাইহানুল হক, মুর্শিদাবাদ: দীর্ঘ আন্দোলনের ফলশ্রুতিতে রাজ্য সরকার গতবছর মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের গেজেট প্রকাশ করেছে । তাতে কৃষ্ণনাথ কলেজে পঠনপাঠন শুরুর কথা বলা হলেও এখনও পর্যন্ত পঠনপাঠন শুরু হয়নি এবং কোন এক অজ্ঞাত কারণে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার যাবতীয় প্রক্রিয়া স্থগিত হয়ে গেছে বলে অভিযোগ জেলাবাসীর। শিক্ষানুরাগীদের মধ্যে তৈরী হয়েছে ক্ষোভের বাতাবরণ । ফলে বিভিন্ন সংগঠন ও শিক্ষানুরাগী ব্যক্তিবর্গের উপস্থিতিতে অবিলম্বে মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের দ্রুত বাস্তবায়ন ও পঠনপাঠনের কাজ শুরু করার দাবীতে ভবিষ্যৎ কর্মসূচির রূপরেখা নির্ণয়ের লক্ষ্যকে সামনে রেখে রবিবার বহরমপুরের ভাকুড়িতে একটি গুরুত্বপূর্ণ কনভেনশন অনুষ্ঠিত হয়ে গেলো।

    জেলায় বিশ্ববিদ্যালয় আন্দোলনের সঙ্গে জড়িত সম মনোভাবাপন্ন বিভিন্ন সংগঠনকে একই ছাতার তলায় এনে জোরদার আন্দোলনের ডাক দেওয়া হলো আজকের এই কনভেনশনের মাধ্যমে। কনভেশনের উদ্যোক্তা ফোরাম ফর ইউনিভার্সিটি ইন মুর্শিদাবাদ (ফাম) ছাড়াও উপস্থিত ছিলো বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা মঞ্চ, পপুলার ফ্রন্ট, এস ডি পি আই, মাদ্রাসা এডুকেশন ফোরাম, বেঙ্গল ইমাম কাউন্সিল সহ জেলার একাধিক সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ।

    আজকের কনভেশনে উপস্থিত নেতৃবৃন্দ ঐক্যবদ্ধভাবে পুনরায় আন্দোলনের ডাক দিয়েছেন। একাধিক বক্তার মাধ্যমে জেলার প্রতি চিরাচরিত বঞ্চনার ইতিহাস উপস্থাপিত হয়েছে।
    ফোরামের পক্ষে বক্তব্য রাখেন আইনজীবী মোজাম্মেল হক, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা মঞ্চের পক্ষে প্রাক্তন অধ্যক্ষ মজিবুর রহমান, চন্দ্রপ্রকাশ সরকার,এসডিপিআই এর তায়েদুল ইসলাম সাহেব, মোহাম্মদ শাহাবুদ্দিন আশিকুল আলম প্রমুখ বিশিষ্ট ব্যক্তিত্ব। বক্তব্য রাখেন আশিকুল আলম, রাহুল চক্রবর্তী ছাড়াও পপুলার ফ্রন্ট, মাদ্রাসা এডুকেশন ফোরাম, বেঙ্গল ইমাম কাউন্সিল সহ একাধিক সংগঠনের নেতৃত্ব ও বিভিন্ন শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ। কেএন কলেজের ঐতিহ্য বজায় রেখে জেলার অন্যত্র পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ের বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন বলে উপস্থিত সকলেই মত প্রকাশ করেন।